ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

বাতির বয়স ১১০ বছর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জুন ১৭, ২০১১
বাতির বয়স ১১০ বছর!

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালির্ফোনিয়ায় এখনও আলো ছড়াচ্ছে ১১০ বছর বয়সী একটি বৈদ্যুতিক বাল্ব। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটিই এ যাবতকালের সবচেয়ে পুরাতন বাল্ব।

১৯০১ সাল থেকে উত্তর ক্যালির্ফোনিয়ার রিভারমোরের একটি ফায়ার স্টেশনে ৬০ ওয়াট ক্ষমতার এই বাল্বটি এখনো সমান উজ্জ্বলতায় আলো দিচ্ছে।
 
উৎপাদনের পর থেকে কিছু ব্যতিক্রম ছাড়া বিরতিহীনভাবে এটা আলো দিয়ে আসছে। ১৯০৩ সালে কিছু সময়ের জন্য, ১৯৩৭ সালে এক সপ্তাহের জন্য এবং ১৯৩৭ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুদিন এই বাল্বটি বন্ধ ছিল।

এতো দীর্ঘ সময় ধরে কীভাবে এটি জ্বলছে বিজ্ঞানীরা এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

শহরের লাইটবাল্ব শতবর্ষ কমিটির চেয়ারম্যান লেন ওয়েনস সান পত্রিকাকে বলেন, ‘কেউ জানে না কীভাবে এটা সম্ভব। এটি একটি ৬০ ওয়াটের বাল্ব কিন্তু প্রায় চার ওয়াট বিদ্যুতেও জ্বলে। কিন্তু কেউ জানে না কেন এটা এখনও জ্বলছে। ’

বাংলাদেশ সময় ১৮৩৬ ঘণ্টা, জুন ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।