ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

আনোয়ার হোসেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, জুন ১৯, ২০১১
আনোয়ার হোসেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন উপাচার্য

ঢাকা: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক আনোয়ার হোসেন  দায়িত্বভার গ্রহণ করেছেন।

গত ১৩ জুন ইউনিভার্সিটির বিদায়ী উপাচার্য ড. এম. হারুন-অর-রশীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।


 
এ উপলক্ষে গত ১৪ জুন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসের আমান কনফারেন্স হলে এক বিদায়-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন- প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নব নির্বাচিত ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং ট্রাস্টিজ বোর্ডের সদস্য এম. আমান উল্লাহ।    

অনুষ্ঠানে বিদায়ী উপাচার্য ড. এম. হারুন-অর-রশীদ স্মৃতিচারণ করেন।

তিনি তাঁর বিদায়ী বক্তব্যে ইউনির্ভার্সিটির শিক্ষার গুণগত মান ও অন্যান্য খুঁটিনাটি বিষয় তুলে ধরেন।

হাজারো সীমাবদ্ধতার মাঝেও গতানুগতিক ব্যবসায়িক চিন্তাধারার বদলে মূল্যবোধ ও গুণগতমান সম্পন্ন শিক্ষার প্রসারে বিগত দিনে তাঁর অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ধারাবাহিকতা আগামী দিনগুলোতে বজায় থাকবে এবং সকলের মেধা ও সহযোগিতায় এই ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ থেকে বিদায়ী উপাচার্য ড. এম হারুন-অর-রশীদ-এর সম্মানে ক্রেস্ট প্রদান ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।