ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

লোকজ সংস্কৃতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, জুন ২০, ২০১১
লোকজ সংস্কৃতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশের বিচিত্র ও বিপুল লোক-উপাদান দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খুঁজে বের করে সুশৃঙ্খল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ, সংগৃহীত উপাদান গ্রন্থাকারে প্রকাশ এবং নতুন প্রজন্মের সামনে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য বাংলা একাডেমী ‘লোকজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক এক কর্মসূচি গ্রহণ করেছে।

এ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ২১ ও ২২ জুন একাডেমীর সেমিনার কক্ষে দু দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

২১ জুন মঙ্গলবার সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।

বাংলাদেশ সময় ১৫০৫ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।