একেকটি ছবি শুধুমাত্র আলোকচিত্রই নয়, এগুলো একেকটি গল্পও। ছবি মানুষের মন ও হৃদয়কে প্রভাবিত করে।
১. হাঁটু গেড়ে বসা
ট্যাঙ্কের পাশে নীল ডাউন করা এ ভদ্রলোক রাশিয়ার যুদ্ধে অংশ নিয়েছিলেন। রাশিয়ার যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কটি এখন কেবলই মনুমেন্ট।
২. যেতে নেই
যাত্রা পথে উত্তর কোরিয়ার আত্মীয়কে বিদায় দেওয়ার সময় দক্ষিণ কোরিয়ান এই ভদ্রলোকের চোখ ভিজে উঠল। দীর্ঘ ৬০ বছর বাদে তাদের দেখা হয়েছিল।
৩. সেবিছে ঈশ্বর
দমকলকর্মী এক কোয়ালাকে পানি খাওয়াচ্ছেন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বুশ ফারারে বিধ্বস্ত দিনটি ছিল ব্ল্যাক স্যাটারডে।
৪. শান্তির জন্য সঙ্গীত
১৯৯৪ সালে চেচনিয়ার এই ঘটনাস্থলে রাশিয়ার সেনার হাতে বেজে উঠেছিল এক পরিত্যক্ত পিয়ানো।
৫. স্যালুট
১৯৬৩ সালের নভেম্বরে স্টেট ফিউনারেলের সময় শিশু জন এফ. কেনেডি তার বাবাকে স্যালুট করছে।
৬. দুটো ভিন্ন পৃথিবী
১৯৮০ সাল। উগান্ডায় অপুষ্টিতে ভোগা এক শিশুর হাত ধরে এক ধর্মপ্রচারক।
৭. যুদ্ধকালীন চা বিরতি
২০০৯ সালে আফগানিস্তানের কাবুলের কাছাকাছি স্থানে এক মার্কিন সেনার সঙ্গে চা পান করছেন এই আফগান ভদ্রলোক।
৮. সেই প্রেমিক
তারকাঁটার ওপাশে যে ছেলেটি দাঁড়িয়ে তিনি ব্রিটিশ সেনা হোরাস জোসেফ গ্রিসলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কারাবন্দি গ্রিসলি দুইশ’ বারেরও বেশি পালিয়েছিলেন স্থানীয় জার্মান এক নারীর সঙ্গে দেখা করতে। যাকে তিনি ভালোবাসতেন।
৯. অপেক্ষা..
বিশ্বের সম্ভ্রান্ত সব ব্যক্তিত্ব জড়ো হয়েছেন একটি কক্ষে। ওবামা, ক্লিনটন, বাইডেন ও আরো অনেকে। ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রমাণপত্রের অপেক্ষায় তারা উন্মুখ।
১০. লাস্ট ওয়ার্নিং
১৯৮৭ সালে ডায়ামন্ড নামের একটি ছেলে মিনিয়াপলিস পুলিশকে ডেকে পাঠায় তার হিংস্র বাবার হাত থেকে তার মাকে রক্ষা করতে। লাইফ ম্যাগাজিন এ ছবিটিকে বিশ্বের প্রভাবশালী ছবির মধ্যে অন্যতম একটি বলে উল্লেখ করে।
তথ্যসূত্র: ইন্টারনেট
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
এসএমএন/টিকে
ফিচার
বিশ্বের প্রভাবশালী ১০ আলোকচিত্র
ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।