ঢাকা: ঘড়িতে রাত বারোটার ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে জাদুর মায়া কেটে গেলো। সিনডারেলা নাচঘর ফেলে সিঁড়ি ভেঙে দ্রুতবেগে নামছে।
এ জুতোটিও নীলচে চকচকে জাদুর জুতোর মতো। তবে জুতোটি কোনো দৈত্যাকার সিনডারেলা ফেলে যায়নি, এটি একটি গির্জা!
আধুনিক স্টাইলিশ গির্জাটি তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। ১৭ মিটার (প্রায় ৫৬ ফুট) উঁচু গির্জাটি ১১ মিটার (৩৬ ফুট) প্রশস্ত।
হিলজুতোর আদলে গির্জা তৈরিতে লেগেছে বড় বড় মোট তিনশো ২০টি কাচের টুকরো। স্থানীয় প্রশাসনিক অফিস জানায়, গির্জাটি খুবই ফ্যাশনেবল। এর সঙ্গে মিশে রয়েছে ঐতিহ্যও।
স্থানীয় ঐতিহ্য অনুসারে, নববধূরা হাইহিল পড়ে টাইলসের মেঝের উপর দিয়ে হেঁটে যায়। তারপর বরের পরিবারের দিকে পা বাড়ানোর আগে হিলজুতো ছুড়ে ফেলে দেয়। এর অর্থ বিগত দুর্ভাগ্যের দিন শেষ করে নতুন সুন্দর জীবনের দিকে এগিয়ে যাওয়া।
এই ঐতিহ্যকে অবলম্বন করে এই গির্জা নির্মিত।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বার্ষিক বসন্ত উৎসবে গির্জাটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা যায়।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসএমএন/এএ