ঢাকা: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দু‘দিনব্যাপী উৎসব শেষ হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে রোববার উৎসবের সমাপ্তি ঘটে।
সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এমআর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবু তাহের, ট্রাস্টি বোর্ডের সদস্য স্থপতি মাহাবুব হক, মনজুর আহমেদ চৌধুরী, এ এ কামরুজ্জামান, কাইয়ুম রেজা চৌধুরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সেকান্দার আলী, বেসিক সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান সুলতান মাহমুদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অলোক কুমার সাহা।
সমাপনী দিনে ‘ওপেন সোর্স সফটওয়্যার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ফাহিম ইসলাম। সেমিনারে বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও সিএসই এবং ইইই বিভাগের অনেক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উৎসব শেষে হার্ডওয়্যার, সফটওয়্যার প্রোগামিং এবং কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
আমন্ত্রিত অতিথিরা এমন একটি সফল প্রযুক্তিউৎসব আয়োজনের জন্য এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সিএসই এবং ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১১