ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

শরীরের ভেতরে চুম্বক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, জুলাই ৯, ২০১১
শরীরের ভেতরে চুম্বক!

শরীরের ভেতরেই যেন রয়েছে তার প্রাকৃতিক চুম্বক! ব্রাজিলের ব্রাসিলিয়া শহরে সন্ধান পাওয়া গেছে এই চুম্বক-বালকের। ১১ বছর বয়সী পাওলো ডেভিড আমোরিমের শরীরে কাঁচি, চামচ, ছুরি জাতীয় ধাতব পদার্থ আপনা আপনিই সেঁটে যায়।



অদ্ভুত ক্ষমতাসম্পন্ন ওই বালকের বাস ব্রাজিলের ছোট্টো শহর মসোরোতে। ব্রাজিলের স্থানীয় টেলিভিশন গ্লোবো তার এই অদ্ভুত ক্ষমতা সম্পর্কে জানতে পেয়ে তা প্রচার করে।
 
পাওলোর বুক এবং পিঠ ক্ষুদ্র ধাতব পদার্থ টেনে নিতে সক্ষম বলে জানায় টেলিভিশন চ্যানেলটি।

টেলিভিশনে পাওলোর বাবা জুনিয়র আমোরিম বলেন, ‘আমি আমার সন্তানকে একটা ছুরি আনতে বলেছিলাম। এরপর যা দেখলাম তা আমাকে অবাক করেছে। ’

এক্ষেত্রে ছেলের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে চিন্তিত নন তার বাবা। যদি কোনও শারীরিক পরিবর্তন ঘটে, তবেই শুধু কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা ভাববেন জুনিয়র আমোরিম।

এরই মধ্যে স্কুলে পাওলোর সহপাঠীরা তাকে ‘চুম্বক বালক’ বলে ডাকা শুরু করে দিয়েছে।

পাওলো বলে, ‘স্কুলের সবাই আমাকে শরীরে লোহাজাতীয় ধাতব টেনে নিতে বলে। তারা মনে করে এটা বুঝি কোনও চালাকি। ’

এ ব্যাপারে ডাক্তার ডিক্স সেপ্ট রোসাডো সোবরিনহো গ্লোবো টেলিভিশনকে জানান, তার ৩০ বছরের চিকিৎসক জীবনে এ রকম ঘটনা আর দেখেননি।

যদিও তিনি বলছেন, এতে পাওলোর কোনও শারীরিক ঝুঁকি নেই।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।