আসন্ন শীতকালীন অলিম্পিকের মশাল মহাকাশেও পাঠাবে রাশিয়া। ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিলকে (আইওসি) বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার ঝুকভ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে ঝুকভ বলেন, দীর্ঘতম অলিম্পিক শোভাযাত্রার অংশ হিসেবে তার দেশ এবারের অলিম্পিক মশাল প্রথমবারের মতো পৃথিবীর বাইরে নেওয়ার পরিকল্পনা করছে।
তিনি বলেন, ‘পঞ্চাশ বছর আগে রাশিয়াই প্রথম মহাশূন্যে মানুষ পাঠিয়েছিল। এখন আবার মহাশূন্যে অলিম্পিক মশাল পাঠানো প্রথম কোনো জাতি হিসেবে সুযোগ পাওয়াতে আমরা গর্বিত। ’
ঝুকভ আরও জানান, সচির আয়োজকরা অলিম্পিক মশাল রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গে এবং বিশ্বের সবচেয়ে গভীর হ্রদের তলদেশে নেওয়ারও পরিকল্পনা করছে। অলিম্পিক মশালের ২০ দিনে ১৭ হাজার মাইল পথ ভ্রমণের অংশ হিসেবে এটি মাউন্ট এলব্রোস এবং এবং বৈকাল হ্রদ ভ্রমণ করবে। মশালটি বহন করবে ১৪ হাজার জন মানুষ। ’
মশাল র্যালিটি দক্ষিণ আফ্রিকার ডারবান অধিবেশনে আইওসি সদস্যদের সামনে প্রদর্শনের ঘোষণা দিয়েছেন ঝুকভ।
ঝুকভ জানান, র্যালিতে আধুনিক রাশিয়া, এর মহান ইতিহাস ও সাংস্কৃতিক অর্জন এবং রুশ জনগণের অর্জন তুলে ধরা হবে।
বাংলাদেশ সময় ২১০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১১