বারিধারা স্কলারস ইনস্টিটিউটে একটি পাঠাগার চালু করল দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ। এশিয়া ফাউন্ডেশনের বুকস ফর এশিয়া প্রোগ্রামের আওতায় এবং বারিধারা স্কলারস ইনস্টিটিউটের সহায়তায় স্কুলটিতে ১৭ জুলাই এই পাঠাগারের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজার শাহীন পারভীন, অ্যাডমিন ম্যানেজার অজয় কৃষ্ণ রায়, প্রোগ্রাম অফিসার আইনুদ জুবাইর এবং স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ জি আর জাহাঙ্গীর এবং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বারিধারা স্কলারস স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। অধ্যক্ষ লে. কর্নেল জি আর জাহাঙ্গীর এশিয়া ফাউন্ডেশনকে স্বাগত জানিয়ে বলেন, ‘এশিয়া ফাউন্ডেশন তার বুকস ফর এশিয়া প্রোগ্রামের মাধ্যমে বই অনুদান দিয়ে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের সহায়তায় স্কুলে পাঠাগার স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে স্কুলটির প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ লেখাপড়া করার সুযোগ পাবেন। শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন করতে ভূমিকা রাখবে। ’
এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সায়মা আনোয়ার তার বক্তব্যে বলেন, ‘এশিয়া ফাউন্ডেশন সবসময়ই উন্নত মানের শিক্ষা উপকরণ শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজের সকল স্তরে পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছে। এই পাঠাগারটি উদ্বোধনের মধ্য দিয়ে এশিয়া ফাউন্ডেশন সেই লক্ষ্যের দিকেই আরও এক ধাপ এগিয়ে গেল। এটি বাংলাদেশে বুকস ফর এশিয়া প্রোগ্রামের আওতায় প্রতিষ্ঠিত প্রথম পাঠাগার। ’ তিনি সব শিক্ষার্থী ও শিক্ষককে জ্ঞানের ভুবনে প্রবেশ করে তা থেকে সমাজে অবদান রাখার জন্য আহ্বান জানান।
তিনি স্কুলটির অধ্যক্ষ ও কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান পাঠাগারটি স্থাপনের মধ্য দিয়ে বুকস ফর এশিয়া প্রোগ্রামের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বারিধারা স্কলারস ইন্সটিটিউটের মতো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও এই প্রোগ্রামের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বুকস ফর এশিয়া প্রতি বছর বাংলাদেশের সাতটি বিভাগে প্রায় ৫০ হাজার নতুন বই এবং প্রায় ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান দিয়ে থাকে। স্কুল, কলেজ, পাঠাগার, মেডিকেল কলেজ, এনজিও এই অনুদানের আওতাভুক্ত।
বাংলাদেশ সময় ১৩৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১১