বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে শুরু হতে যাচ্ছে `রোড টু সুন্দরবন`। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোটের মাধ্যমে এগিয়ে রাখার জন্য সব পর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ।
এ উদ্যোগের অংশ হিসেবে সাইকেলে চেপে দেশের সব প্রান্তর হয়ে ইয়ূথ ফোরামের বন্ধুরা সুন্দরবন পর্যন্ত পৌঁছে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। ইভেন্টটি চলবে সাতদিন।
যারা সাইকেলে চালিয়ে সুন্দরবন পর্যন্ত যেতে ইচ্ছুক তাদের একটি ছোট্ট সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুলাই শনিবার দুপুর দু’টায়।
আগ্রহী সকল তরুণদের যোগাযোগ করতে বলা হয়েছে নিম্ন ফোন নম্বরগুলোতে: ০১৭৫ ৭৯২৯ ৩৯৩ এবং ০১৭১৭ ৩১৮ ৯৮০, ০১৬৭ ০৩৪ ৯৫৫
উল্লেখ্য, রোড টু সুন্দরবন যাত্রা পথে সুন্দরবনকে ভোট দেওয়ার পাশাপাশি বাঘ রক্ষার জন্য সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে।
বাংলাদেশ ইয়ূথ ফোরামের এ উদ্যোগের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২১ জুলাই, ২০১১