নিউইয়র্কে তাক লাগানো সফলতা দেখিয়েছে বাংলাদেশি শিক্ষার্থী নাসিরা আহমেদ। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের অধীনে অনুষ্ঠিত গ্রেড ফাইভের পাবলিক পরীক্ষায় সব বিষয়েই সর্বোচ্চ গ্রেড নম্বর পেয়েছে সে।
নাসিরা’র সাফল্যে মহা আনন্দিত তার বাবা-মা ও আমেরিকাপ্রবাসী বাংলাদেশিরা।
নাসিরা বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বাগরখোলা গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী মাসুম আহমেদের মেয়ে। নিউইয়র্কের ম্যানহাটানের অধিবাসী নাসিরা বর্তমানে ইয়াং উইমেন লিডারশিপ হাই স্কুলের গ্রেড-সিক্সের শিক্ষার্থী।
বাবা মাসুম আহমেদ বাংলানিউজকে জানান, `সে খুব পরিশ্রমী ও মেধাবী। বিদেশের মাটিতে ওর এ সাফল্যে সত্যিই আমরা গর্বিত। `
নাসিরা গণিত, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং- সবকটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড ফোর পেয়েছে।
তার শিক্ষকরা জানান, নাসিরা একজন আদর্শ শিক্ষার্থী। সে অত্যন্ত পরিশ্রমী এবং পড়াশোনার বিষয়ে খুবই সচেতন।
ইংরেজি সাহিত্যের প্রতি নাসিরার ঝোঁক থাকলেও সময় পেলেই পড়ে বাংলা ছোটগল্প ও কবিতা। ভবিষ্যতে সে একজন শিক্ষাবিদ হতে চায়,সেই সঙ্গে হতে চায় একজন ভালো মানুষ ।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১