ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পিকিং বিষয়ে কর্মশালা

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, জুলাই ২৫, ২০১১
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পিকিং বিষয়ে  কর্মশালা

‘দি আর্ট অব পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিলস এবং ইফেকটিভ রাইটিং স্কিলস’ বিষয়ে কর্মশালার আয়োজন করেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।
 
কর্মশালাটি চলবে ২৫ - ৩১ জুলাই ২০১১ বনানী অডিটোরিয়ামে।



উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবুল হোসেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার এ বি এম রাসেদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান নুরুল করিম নাসিম। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।