দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে জোরালো করার লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুর্নীতি বিরোধী ভ্রাম্যমাণ কার্টুন প্রদর্শনী।
ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ।
টিআইবি’র সহযোগিতায় রাজধানীর বনানী বাসস্ট্যান্ডে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
প্রদর্শনীতে টিআইবি আয়োজিত ২০০৬-১০ সাল পর্যন্ত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় নির্বাচিত ৪০টি কার্টুন প্রদর্শন করা হবে।
প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১