জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিল্প সংগঠনের ‘তাম্মুজ’ আয়োজনে চলছে ভাস্কর্য ও মুখোশ প্রদর্শনী। ‘স্টিল সার্চিং হিউম্যান রাইটস’ এ স্লোগানে গত মঙ্গলবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।
এবারের প্রদর্শনীতে বাছাইকৃত ১৫টি মুখোশ ও ২২টি ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। মুখোশ ও ভাস্কর্য দেখতে প্রতিদিনই মিলনায়তনে ভিড় করছেন শিক্ষার্থীরা। এ ুপ্রদর্শনীতে উপস্থিত থেকে দর্শকদের মুখোশ ও ভাস্কর্যগুলোর তাৎপর্য বুঝিয়ে দিয়েছেন মুখোশ ও ভাস্কর্য নির্মাতা শিল্প ইমন, সজীব, মুরাদ এবং তারেক।
কাগজ, খেলনা, নোংরা কাপড়, গাছের পাতা, পাটের আঁশ, খড়, প্লাস্টিক পেইন্ট দিয়ে তৈরি এ সব মুখোশ ও ভাস্কর্যে দেশের নিযার্তিত ও অবহেলিত মানুষের চিত্র তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ইমন, তারেক, মুরাদ, এবং সজীব স্বাধীন শিল্পচর্চার উদ্দেশ্যে ‘তাম্মুজ’ নামের এ সেচ্ছাসেবী শিল্প সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন প্রয়াত নাট্যকার সেলিম আল দ্বীন এবং নাট্যকার অধ্যাপক ড. আফসার আহমেদ।
এ বিষয়ে তাম্মুজের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ইমন বাংলানিউজকে বলেন, আমাদের এবারের থিম হচ্ছে ‘এখনও মানবাধিকারের সন্ধানে’। প্রতিবন্ধি, বিকলাঙ্গ, সমাজের অবহেলিত মানুষগুলোকে যারা নির্দ্ধিধায় উপেক্ষা করে তাদের বোধোদয় করার জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এটাকে সামনে রেখেই মূলত এ ভাস্কর্য ও মুখোশ প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৯ জুলাই পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৭ জুলাই, ২০১১