আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২৮ তারিখ অনুষ্ঠিত হয়ে গেলো শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এমএইচখান আসন গ্রহন করেন। পরে পবিত্র কোরআন তিলওয়াত শেষে একে একে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান সংস্থার পরিচালক এম. আবুল হোনেন, প্রক্টর অধ্যাপক ড. এম. শাহাবুদ্দীন, ফ্যাকল্টি ডিন অধ্যাপক ড. এম. আব্দুল মুক্তাদির, অধ্যাপক ড.এ.এফ.এম.আনোয়ারুল হক, প্রধান অতিথি অধ্যাপক ড. এম.এইচ.খান, ভিসি অধ্যাপক ড. কাজী শরিফুল আলম।
অনুষ্ঠানের শেষ অংশে বিদায়ী শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে নিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সবাইকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের ৪ বছর লেখাপড়া শেষের আনন্দ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাবার কথামালা দিয়ে দিনটি শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১১