ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী সুলতান উৎসবের সমাপনী দিন রোববার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
এস এম সুলতান ফাউন্ডেশন ও বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। এ সময় জেলা প্রশাসক মোঃ জহুরুল হক, পুলিশ সুপার এস এম ফজলুর রহমানসহ জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন।
সকাল ১০টার আগেই জেলার বিভিন্ন স্থান থেকে নৌকাবাইচ দেখার জন্য বিপুল জনসমাগম হতে থাকে শহরের চিত্রা নদীর দু পাড়ে।
জানা গেছে, একসময় গ্রামবাংলার জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল নৌকাবাইচ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হতো এ গ্রামীণ খেলাটি। এমন কোনো জেলা নেই যেখানে প্রতি বছর কমপক্ষে একবার নৌকাবাইচ প্রতিযোগিতা হতো না। কিন্তু এখন চিত্র ভিন্ন। তবে এই ঐতিহ্যবাহী খেলাটি প্রতি বছর শিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানান, একটি নৌকা তৈরিসহ মেরামত করতে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়। প্রতিযোগিতায় যে পুরস্কার দেওয়া হয় তা খুবই নগণ্য। তাই পুরস্কারের চেয়ে বরং মানুষকে আনন্দ দেওয়ায় আগ্রহ থেকেই প্রতিযোগীরা এতে অংশ নেন।
সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ জহুরুল হক বাংলানিউজকে জানান, সুলতান সবসময় গ্রামীণ বাংলার সাংস্কৃতিকে লালন-পালন করতেন। আর তার সেই লালিত স্বপ্নকে ধরে রাখতেই প্রতি বছর চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তিনি আরো জানান, এ অনুষ্ঠানে এ বছর নতুন মাত্রা যোগ হয়েছে নারীদের নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে।
বাংলাদেশ সময় ২১৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১