ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

রোড টু সুন্দরবন: পর্ব ১

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, আগস্ট ১, ২০১১
রোড টু সুন্দরবন: পর্ব ১

বাংলাদেশ ইয়ূথ ফোরামের ‘রোড টু সুন্দরবন’-এর প্রথম পর্ব শুরু হয়েছে। ঢাকার চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দরবন এবং আমাদের জাতীয় সম্পদ রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে প্রচারনা চালানো হচ্ছে।



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি , ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আশা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলসহ আরো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারনা চালানো হয়েছে।

ইভেন্টের দ্বিতীয় পর্বে বিওয়াইএফ একটি কনফারেন্স আয়োজন করবে। যেখানে বিশেষজ্ঞ দল উপস্থিত থাকবেন।

তৃতীয় পর্বে বিওয়াইএফ সাইক্লিং ট্যুর আয়োজন করতে যাচ্ছে। এ যাত্রায় ত্রিশজন সাইকেল আরোহীসহ আরো পঞ্চাশজনের একটি দল ঢাকা থেকে এগারটি জেলা অতিক্রম করে পৌঁছাবে সুন্দরবনে।

গত ২৩ জুলাই ২০১১ তারিখে তৃতীয় পর্বে অংশগ্রহনের জন্যে রেজিস্ট্রেশনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বিওয়াইএফ ফাউন্ডার মোঃ ইমরান হোসেন এবং বিওয়াইএফ এর দুজন উপদেষ্টা মাহী বি চৌধুরী এবং আশফাহ হক লোপা।

নির্বাচিতদের তালিকা বিওয়াইএফ ওয়েবসাইট (www.bangladeshyouthforum.org)এ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য,  বাংলাদেশ ইয়ূথ ফোরামের এ উদ্যোগের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১ আগস্ট, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।