মৌলভীবাজার: গ্রামটির বেশিরভাগ মানুষ অশিক্ষিত ও অর্ধশিক্ষিত কিংবা নেহায়েত কারো কারো অক্ষর জ্ঞান আছে। সেই গ্রামেরই তরুণ এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম মোহাজেরাবাদ ও ওই গ্রামের ঠেলাগাড়ি চালক মনু মিয়ার ছেলে মাহফুজুর রহমানকে নিয়েই এ আনন্দ।
মাহফুজের স্বপ্ন নামকরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হওয়া। অথচ ছেলেটির সেই নবম শ্রেণীতেই অর্থের অভাবে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
কিন্তু দমেননি মাহফুজ। প্রতিদিন ভোরে পিতার সঙ্গে মোহাজেরাবাদ গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শ্রীমঙ্গল শহরে লেবু-আনারস নিয়ে ঠেলাগাড়ি চালিয়ে পরিবার ও নিজের খরচ চালাতে হয় তাকে।
লেখাপড়ার প্রতি অদম্য টান দেখে মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক কামরুল হাসান ও এলাকার ফল ব্যবসায়ীরা আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। মাহফুজ নতুন উদ্যমে লেখাপড়া শুরু করেন।
চলতি বছর এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে মাহফুজের স্বপ্ন এখন তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন।
মাহফুজ যখন এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে তখন তার কৃতিত্বের সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হবার পর উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার খরচ যোগাতে এগিয়ে আসে ঢাকা কমার্স কলেজ কর্তৃপক্ষ।
গত দুই বছর কলেজ কর্তৃপক্ষ তার পড়ালেখাসহ অন্যান্য খরচ এবং ঢাকার শান্তিনগরের জুবেদা রহমানের পক্ষে মিসেস বিপ্রদাশ প্রতি মাসে ৮০০ টাকা করে দিয়ে আসছেন। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান এককালীন ১০ হাজার টাকা অনুদান দেন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১