ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও...

একেএম ফয়জুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, আগস্ট ৬, ২০১১
বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও...

‘বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও/ মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও/ ভুলোনা তাকে ডেকে নিতে তুমি বন্ধু...’ সুবিনয় রায়ের জনপ্রিয় গানের লাইন এটি। অবশ্য শ্রীকান্ত আচার্য্য পরে এ গানটি গেয়েছেন।



‘বন্ধু’ একটি শব্দ। কত আপন। আমাদের জীবনে বন্ধুর আবির্ভাব যে কখন হয়; তা আমরাও টের পাই না। হয়ত সেই ছোটবেলায় পাড়ায় খেলতে খেলতে বন্ধুত্ব; নয়ত স্কুলে পড়তে গিয়ে বন্ধুত্ব। সেই যে শুরু তারপর  দীর্ঘ হতে থাকে বন্ধুর তালিকা।

বন্ধু সম্পর্কে এরিস্টটল বলেছেন, ‘বন্ধু হচ্ছে- দুটি দেহের মধ্যে এক আত্মার বাস। এমন কেউ কি আছেন- যে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা বন্ধুর সাথে শেয়ার করতে চান না? বন্ধুদের সাথে নিয়মিত আড্ডা দিতে পছন্দ করেন না? সম্ভবত কেউ নেই। থাকার কথাও নয় কারণ এমন কেউ নেই যার বন্ধু নেই।

ইসাবেলা নরটন তার জীবদ্দশায় বলে গেছেন, ‘বন্ধুর মধ্যে তুমি খুঁজে পাবে দ্বিতীয় জীবন। ’

অনেক বড় বড় মনীষীরা বন্ধুত্বকে অনেক ভাবে ব্যাখ্যা করেছেন। তবে এবার আমরা শুনবো কয়েকজন বন্ধুর নিজের কথা। তারা কি ভাবেন বন্ধু, বন্ধুত্ব ও বন্ধুত্ব দিবস নিয়ে?

আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী তৌহিদ আলম উল্লাস বন্ধু সম্পর্কে তার নিজের মতামত জানাতে গিয়ে বললেন, ‘শুধুমাত্র মনের সুখ-দুঃখগুলো শেয়ার করার জন্যই বন্ধুত্ব নয়। সূর্য যেমন পাশে থেকে পৃথিবীকে আলো দেয়; ঠিক তেমনি বন্ধুও আমাদের জীবনকে সবসময় আলোকিত করে রাখে। ধন্যবাদ বন্ধু তোমাকে, তোমার বন্ধুত্বের জন্য। ’

বন্ধু ও বন্ধুত্ব সম্পর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র জাকারিয়া মোয়াজ্জেম খোশবু বলেন, ‘বন্ধুত্বের কোন আকার হয় না, এটা কখনো কোন প্রমাণও দাবি করে না। ’

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের  শাওন বলেন, ‘স্বার্থপরতার কালোমেঘে আজকাল মাঝে মধ্যেই বিবর্ণ হয়ে যায় পৃথিবীর সেরা এ সম্পর্কটি। তবুও আমি স্বপ্ন দেখি, আমি ও আমার বন্ধুরা মিলে বদলে দেব এ পৃথিবী। ’

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্যান্টিনে ক্লাসের ফাঁকে তুমুল আড্ডায় মেতেছেন কয়েকজন বান্ধবী। তাদের কাছে জানতে চাওয়া হলো বন্ধুত্ব সম্পর্কে । তারা জানালেন তাদের নিজের ধারণা ও বিশ্বাস। বন্ধুত্ব সম্পর্কে মার্জিয়া আলম বলেন, ‘বন্ধুত্ব হচ্ছে হৃদয়ের সম্পর্ক যেখানে শেয়ার ও কেয়ার একসঙ্গে কাজ করে। ’ মার্জিয়ার মতামতের সঙ্গে সহমত জানিয়ে কাজী নওরীন সুলতানা যোগ করে, ‘বন্ধুত্ব হচ্ছে দু’জন মানুষের মধ্যে বোঝাপড়া, কম্প্রোমাইজ। ’

বন্ধুত্ব দিবসের ইতিহাসঃ

আমরা একটু জেনে নিই এই বন্ধুত্ব দিবস বা ফ্রেন্ডশিপ ডের ইতিহাস। প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস পালন করা হয়। ১৯১৯ সাল থেকে শুরু হয় এ দিবস। উদ্যোক্তা ছিলেন, বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় ‘হলমার্ক কার্ডস’ এর প্রতিষ্ঠাতা জয়সি হল। তার এ ধারাবাহিকতায় ক্রমেই মানুষ আগস্ট মাসের প্রথম রবিবার পালন করে আসছিল ফ্রেন্ডশিপ ডে। এরপর যুক্তরাষ্ট্র কংগ্রেস ১৯৩৫ সালে আনুষ্ঠানিকভাবে আগস্ট মাসের প্রথম রবিবার ঘোষণা করলো ফ্রেন্ডশিপ ডে হিসেবে। তারপর থেকে এটি ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে। যা বর্তমানে আমাদের বাংলাদেশেও সবাই পালন করে। একজন বন্ধু শুভেচ্ছা জানায় অন্য বন্ধুকে।

এ বছর ৭ আগস্ট বন্ধু দিবস। বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করতে যেন কেউ ভুল করবে না। কারণ এগুলোই একসময় কাঁদাবে।

হেনরি এডামস বলেছিলেন, ‘বন্ধু কখনো তৈরি হয় না, জন্ম নেয়’। আপনার বন্ধুকে একদিন অন্তত বলুন, আপনার ভালোবাসার কথা। আপনার জীবনের প্রয়োজনীয়তা একদিন তার সামনে প্রকাশিত হতে দিন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।