সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য রাজধানীতে ‘বিডিপাল চাইল্ড এডুকেশন প্রোগ্রাম’ নামে কম্পিউটার শিক্ষা প্রকল্প চালু হয়েছে। স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠান বিডিপাল ৫ আগস্ট শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করেছে ‘শিশু বিকাশ কেন্দ্র’র শিশুদের নিয়ে।
উদ্যোক্তারা মনে করেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তির শিক্ষার দ্বার উন্মুক্ত নয়। তবু সচ্ছল পরিবারের সন্তানরা পারিবারিকভাবে প্রযুক্তিজ্ঞান লাভ করতে পারে। কিন্তু সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এমন কোনো সুযোগ নেই। সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের জন্য কারিগরি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘শিশু বিকাশ কেন্দ্র’।
বিডিপাল-এর কম্পিউটার শিক্ষা কার্যক্রম শুরুর দিনটি ছিল উৎসবমুখর। এখানকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় কম্পিউটার দেখেছে। কিন্তু ওই দিন প্রতিটি শিশু তাদের কোমল হাতে কম্পিউটারের মাউস নিয়ে মেতে উঠেছিল। প্রায় সব শিক্ষার্থীই কম্পিউটার বিষয়ে কিছু মৌলিক ধারণা লাভ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিপাল-এর প্রধান নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। তিনি বলেন, বিডিপাল প্রতিষ্ঠিত হয় ২০১০-এর ফেব্রুয়ারিতে। বিডিপাল চাইল্ড এডুকেশন প্রোগ্রাম প্রথমে ঢাকা এবং পরে সারা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের কম্পিউটার ও প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেবে।
শিশু বিকাশ কেন্দ্রর প্রধান শিক্ষিকা বিলকিস বানু এরকম একটি কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এটি চালু রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটি অব লিবার্যাল আর্টসের কম্পিউটারবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন। তিনি কার্যক্রম পরিদর্শন করেন এবং শিশুদের সাথে প্রযুক্তির নানা বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর দেশ গড়ার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম বৃহৎ পরিসরে আয়োজন আরও বেশি দরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন বিডিপাল-এর প্রশাশন বিভাগের পরিচালক আহাম্মেদ বিন মান্নান আশিক এবং পরিকল্পনা ও মার্কেটিং বিভাগের পরিচালক জনাব আব্দুল্লাহ আল মুজাহিদ।
বাংলাদেশ সময় ২১৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১