ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন ১৪ আগস্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, আগস্ট ১৩, ২০১০
ইতিহাসে এই দিন ১৪ আগস্ট

ঘটনা
১৯০০ সালে ২০০ মার্কিন নৌসেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।
১৯৩১ সালে ইলা সেন ও মীরা দেবী নামে দুজন কিশোরী কুমিল্লার ম্যাজিস্ট্রেট সি.জি.বি. স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।


১৯৪১ সালে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামে পরিচিত শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৪৭ সালে ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়।

ব্যক্তি
১৮৬৭ সালে নোবেলজয়ী [১৯৩২] ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দির জন্ম।
১৯৪১ সালে নোবেলজয়ী [১৯১২] ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়ের মৃত্যু।
১৯৫৬ সালে জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখটের মৃত্যু।
১৯৩৫ সালে নোবেলজয়ী [১৯৩৫] ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরির মৃত্যু।

বাংলাদেশ স্থানীয় সময় ১২০৫, আগস্ট ১৪, ২০১০                      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।