ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

রোড টু সুন্দরবন: পর্ব ২

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, আগস্ট ৯, ২০১১
রোড টু সুন্দরবন: পর্ব ২

বাংলাদেশ ইয়ূথ ফোরামের ‘রোড টু সুন্দরবন’-এর যাত্রা শুরু হয়েছে। ঢাকার চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দরবন এবং আমাদের জাতীয় সম্পদ রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে প্রচারণা চালানো হচ্ছে।

একঝাঁক উদ্যমী তরুণ-তরুণী সদস্যরা ‘ক্যাম্পাস কেম্পেইনিং’ চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এই ‘ক্যাম্পাস কেম্পেইনিং’ এর কিছু খণ্ডচিত্র প্রকাশ করা হলো:

স্থান: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস           

তারিখ: ০৩/০৮/২০১১

ঝিরঝির বৃষ্টির মাঝে সকাল সাড়ে দশটায় বাংলাদেশ ইয়ূথ ফোরামের সদস্যরা হাজির হয় ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে।

রোড টু সুন্দরবনের জন্য লিখা গানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। অনেক উৎসাহ ও উদ্দীপনার সাথে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইয়ূথ ফোরামের ক্যাম্পাস কেম্পেইনিং দুপুর আড়াইটার দিকে শেষ হয়।

স্থান: বাংলাদেশ মেডিকেল কলেজ               

তারিখ: ০৪/০৮/২০১১

বাংলাদেশ মেডিকেল কলেজে ক্যাম্পাস কেম্পেইনিং দুপুর সাড়ে বারোটায় শুরু হয়ে ১.৩০ মিনিটে শেষ হয়। মেডিকেলের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ইয়ূথ ফোরামের কার্যক্রম ও এর সাথে সম্পৃক্ত হওয়ার নিয়ম নিয়ে সকলের আগ্রহ ছিল।

এছাড়াও ৫ আগস্ট বিওয়াইএফ এর পূর্বনির্ধারিত ইসি মিটিং অনুষ্ঠিত হয় সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে। এদিন রোড টু সুন্দরবনের জন্যে নির্বাচিতদের আমন্ত্রণ জানানো হয়। তাদের তিনটি অনুমতিপত্র প্রদান করা হয়; যা যথাযথভাবে পূরণ করে তা আগামী সপ্তাহের মধ্যে বিওয়াইএফ এর হেড অব কো-অর্ডিনেশন অ্যান্ড লজিস্টিক ডিপার্টমেন্ট বরাবর জমা দিতে বলা হয়েছে। এগুলো হচ্ছে, অভিভাবকের অনুমতিপত্র, শিক্ষাপ্রতিষ্ঠাণের অনুমতিপত্র, শারীরিক সুস্থতার সনদপত্র।

উল্লেখ্য,  বাংলাদেশ ইয়ূথ ফোরামের এ উদ্যোগের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।