ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

এসইউবি আইটি ফেস্টিভ্যাল

একেএমফয়জুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, আগস্ট ৯, ২০১১
এসইউবি আইটি ফেস্টিভ্যাল

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ‘কম্পিউটিং ক্লাব’ আয়োজন করলো ‘এসইউবি আইটি ফেস্টিভ্যাল-২০১১’।  

দুই দিনব্যাপী আইটি ফেস্টিভ্যালের প্রথম দিন ৫ আগস্ট অনুষ্ঠিত হয় গেমিং কনটেস্ট ও ডিজিটাল ফটোগ্রাফি কনটেস্ট।

শেষদিন ৬ আগস্ট হয় প্রোগামিং কনটেস্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গেমিং কনটেস্টে ছিল জনপ্রিয় কম্পিউটিং গেইম ‘নিড ফর স্পিড (মোস্ট ওয়ান্টেড)’ ও ‘ফিফা ২০০৯’। কম্পিউটারে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে গেমিং কনটেস্টের ‘নিড ফর স্পিড (মোস্ট ওয়ান্টেড)’-এ চ্যাম্পিয়ন হয় তানভিরুল ইসলাম এবং ‘ফিফা ২০০৯’-এ চ্যাম্পিয়ন হয় রেজওয়ানুর রহমান তুষার।

অপরদিকে ডিজিটাল ফটোগ্রাফি কনটেস্টে ১ম পুরস্কার অর্জন করে প্রশান্ত সাহা। ‘আইটি ফেস্টিভ্যালের’ শেষদিন তিন সদস্য বিশিষ্ট মোট ১১টি দলের অংশগ্রহণে চলে প্রোগ্রামিং কনটেস্ট। সবকটি দলকে মোট ১০টি করে ‘প্রোগ্রামিং প্রবলেমস’ দেওয়া হয় যা সমাধানের জন্য সময় ছিল পাঁচ ঘণ্টা।

প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয় ‘এসইউবি-অগ্রদূত গ্রুপ’; প্রথম রানারআপ হয় ‘এসইউবি-প্লোডার গ্রুপ’ এবং দ্বিতীয় রানারআপ হয় ‘এসইউবি-দুসরা গ্রুপ’।

ফেস্টিভ্যালের শেষ মুহূর্তে এসইউবির স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক এএকেএম লুৎফুজ্জামান এক বিশেষ সাক্ষাৎকারে এ আইটি ফেস্টিভ্যাল সম্পর্কে বলেন, ‘এ ধরণের প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রণিত করে।

বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার সময়। আর ঠিক এই সময় এ ধরণের আয়োজনের ফলে আমাদের দেশের প্রযুক্তির আরো উন্নয়ন সম্ভব। আমাদের দেশে অনেক মেধবী শিক্ষার্থী আছে কিন্তু আমরা তাদের ধরে রাখতে পারি না, তারা দেশের বাইরে চলে যায়।

আইটি ফেস্টিভ্যালে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ড. মোঃ হুমায়ুন কবীর, পরামর্শক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এসইউবি এবং সহকারী বিচারক হিসেবে ছিলেন মোঃ মশিউর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এসডিএসএল।

শেষদিন সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।