সিলেটে মেয়ে আনিকা জাহান আহমদ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট এওয়ার্ড পেয়েছেন।
আনিকা ২০১১ সালে যুক্তরাষ্ট্রের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি স্বরুপ ‘প্রেসিডেন্ট এওয়ার্ড ফর এডুকেশনাল এক্সিলেন্স’ এর বিরল সম্মান অর্জন করেছেন।
আনিকা সিলেটের বালাগঞ্জ উপজেলার নিউইয়র্ক প্রবাসী আমিন আহমেদের মেয়ে।
আনিকার পুরস্কার প্রদানের স্মারকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিখেছেন ‘কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে আপনার এ সাফল্য সীমাবদ্ধ নয়, এটা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকবেলায় আমেরিকার উন্নয়নে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে। ’
বারাক ওবামা আনিকার এ অসাধারণ সাফল্যে আমেরিকার তরুণ সমাজকে তাদের শিক্ষাজীবন তথা আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে আনিকা আহমেদের শিক্ষাজীবনের ধারবাহিক সাফল্য কামনা করেন।
আনিকা আহমেদ নিউইয়র্ক ফ্ল্যাশিং হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী । সে কিন্ডারগার্ডেন থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিটি ক্লাসের পরীক্ষায় ইংরেজি, গণিত, বিজ্ঞান ও শরীরচর্চা বিষয়ে ১২ টি স্বর্ণপদকসহ ১টি রৌপ্যপদক, এপি স্কলার লাভ করেছেন।
বর্তমানে আনিকা নিউইয়র্কে অবস্থিত বিশ্বের অন্যতম সেরা স্ট্রেনি বুক বিশ্ববিদ্যালয়ে নিউরো সায়েন্স বিষয়ে পড়াশোনা শুরু করেছেন। ভবিষ্যতে আনিকা আহমেদ নিউরো সার্জন হিসেবে বাংলাদেশ ও আমেরিকায় চিকিৎসা সেবা প্রদান করতে ইচ্ছুক।
বাংলানিউজকে আনিকা আহমেদ জানিয়েছে, ‘বাংলাদেশের জন্য অনেক কিছু করার স্বপ্ন দেখে সে। বড় ডাক্তার হয়ে দেশের দরিদ্রপীড়িত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সে আগ্রহী। এছাড়াও বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে আরো সুপ্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে আনিকা।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১