ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ঈদের বাহারি পাঞ্জাবি

মুরসালিন হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, আগস্ট ১৭, ২০১১
ঈদের বাহারি পাঞ্জাবি

ঢাকা: ঈদের সকাল পুরোটাই থাকে পাঞ্জাবীর দখলে। ঈদের নামাজের জন্য পাঞ্জাবি তো পড়তেই হয়, এ ছাড়া অনেকে দিনের অন্য সময়েও পাঞ্জাবি পরেন।

বাজারে এবার আছে ভিন্ন ধাঁচের পাঞ্জাবি-  কোনটা কারকার্যময়, আবার কোনটা সাধারণ। তরুণদের পছন্দ সাধারণ এবং জাকালো দুই ধরণের পাঞ্জাবি। রংয়ের বাহার তো থাকছেই, বাজার ঘুরে দেখা গেল পাঞ্জাবির কারচুপি কাজ হয়েছে বেশি। এবারের ঈদ গরমের ভেতর হওয়ার কারণে সুতি কাপড়ের পাশাপাশি আমাদের দেশজ রাজশাহী সিল্ক, এ্যান্ডি কাপড় এগুলোও বেশ চলছে।

হাতের কাজের সঙ্গে পাল্লা দিচ্ছে যান্ত্রিক কারুকাজের পাঞ্জাবি। যন্ত্রের কাজ করা পাঞ্জাবির দাম কম। আর নকশার ভিন্নতার ফলে এসেছে নতুনত্ব। সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের পছন্দ খাটো বা শর্ট পাঞ্জাবি। খাটো পাঞ্জাবির কাট এবং কারুকার্যে এসেছে ভিন্নতা। শরীরের সঙ্গে লেপ্টে থাকা খাটো পাঞ্জাবির নাম শর্ট বডি ফিট পাঞ্জাবি। আবার যাদের ঢিলেঢালা পছন্দ তাদের জন্য এসেছে লুজ বডি ফিট। কাট যেমনই হোক পাঞ্জাবিতে আছে কারচুপির কাজ।

আড়ং: পাঞ্জাবির জন্য প্রায় অধিকাংশেরই প্রথম পছন্দ ফ্যাশন হাউজ আড়ং। আড়ং এ এ বছর সিল্ক, মসলিন, কটন, এ্যান্ডি, ধুপিয়ান, তসর সহ দেশী কাপড়ের পাঞ্জাবি দেখা গেছে। এসব পাঞ্জাবির উপর এ্যামব্রয়ডারি, এ্যাপ্লিক ও হাতের কাজের সুনিপুন বুননে কার্পেট ও টুইন থিমের উপস্থাপন করা হয়েছে। আড়ংয়ে৭০০ টাকা শুরু করে ১০০০০টাকার মধ্যে পাওয়া যাবে পছন্দসই পাঞ্জাবিগুলো।

বাংলার মেলা: এ বছর পাঞ্জাবিতে জয়শ্রী সিল্ক, এ্যান্ডি, কটন, খাদি ও তাতে নিজস্ব বুননে ডবি মাল্টি স্ট্রাইপ-এসব উপকরনই করা হয়েছে। লম্বা, মাঝারি ও খাটো দৈর্ঘ্যরে ট্রেন্ডি পাঞ্জাবি। ফুলেল, জ্যামিতিক ইত্যাদি নকশায় কারচুপি, মেশিন এ্যামব্রয়ডারি, কাথা ভরাট, শেড ওয়ার্ক, গিট কাজে জয়শ্রী ও এ্যান্ডি পাঞ্জাবিতে থাকছে অনেক ডিজাইন। এছাড়া খাটো দৈর্ঘ্যে ভিন্ন নেক লাইনে করা হয়েছে ট্রেন্ডি পাঞ্জাবি। সুতি, সাদা ও এ্যান্ডিতে কাঁথাফোড় ও ভরাট শেড ওয়ার্কের কাজ। শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানালেন, এবার প্রায় ৩০-৩৫টি নতুন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাবে ৬৫০ হতে ৩৫০০ টাকার মধ্যে।

কে-ক্রাফট: শাখা ব্যবস্থাপক আমানুল্লাহ খান বাবুল জানালেন, এ বছর তারা বেশকিছু নতুন ডিজাইন ও স্টাইলের পাঞ্জাবির করেছেন। তরুণ ক্রেতাদের জন্য খাটো পাঞ্জাবির সাথে সাথে থাকছে শেরোয়ানি স্টাইলের পাঞ্জাবি। কাট, প্যাটার্ন ও উপস্থাপনায় বিশেষ বৈশিষ্টপূর্ণ এ পাঞ্জাবিগুলোতে রং ও বিন্ন্যাসে চমকের ব্যবস্থা করা হয়েছে। হাতের কাজ, সিকুইন, স্ক্রীনের পাশাপাশি নতুনভাবে সংযোজিত হয়েছে বিভিন্ন ধরণের মেটাল। কাট, ফিনিস, অলংকরণের কাজের বৈচিত্র্য ও নিপুনতায় সমৃদ্ধ এ পাঞ্জাবি সংগ্রহে খাদি সুতি ও এ্যান্ডি ব্যবহৃত হয়েছে। মেরুন, নীল, ফিরোজা সবুজ, বটল গ্রীণ, চকলেট, ব্রীক রেড সহ প্রায় ২০টি রং এর ওপর ৭০ থেকে ৮০টি নতুন ডিজাইন তৈরি করা হয়েছে। এখানে কটনের পাঞ্জাবি পাওয়া যাবে ৬০০ থেকে ১৫০০ টাকায়, সিল্কের পাঞ্জাবি ১২০০ হতে ২০০০ টাকায়, জয়সিল্কের পাঞ্জাবি ১৫০০ হতে ২৫০০ টাকায় এবং ধুপিয়ান পাঞ্জাবি পাওয়া যাবে ১৮০০ হতে ৭০০০ টাকায়। ।

প্রবর্তনা: প্রবর্তনার  শো-রুম ইনচার্জ মো.আসাদ জানান, পাঞ্জাবির বিশেষত্ব মূলত রংয়ের ক্ষেত্রে। এবার ঈদের পাঞ্জাবিতে প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছে। প্রায় ৫০টির ওপরে নতুন ডিজাইন তৈরি করা হয়েছে এবার। যার অধিকাংশেই হাতের কাজের পাটি ডিজাইন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি কিছু হাতের কাজও রাখা হয়েছে। তুলনামূলক কটন কাপড়ের অধিক ব্যবহারের পাশাপাশি এ্যান্ডি, সিল্ক ও  কিছু ন্যাচারাল ডাইং ব্যবহার করা হয়েছে। প্রবর্তনায় সুতির পাঞ্জাবি পাওয়া যাবে ৭৯৫ টাকা হতে ১১৯৫ টাকার মধ্যে। এছাড়াও সিল্কের পাঞ্জাবি পাওয়া যাবে ১৪৯৫ টাকা হতে ২২০০ টাকার মধ্যে।

অঞ্জনস: সুতি, সিল্ক, এ্যান্ডি সুতি, এ্যান্ডি সিল্ক কাপড়ে হ্যান্ড এ্যামব্রয়ডারি। এ্যামব্রয়ডারি ও কাটিং বেজড ডিজাইনে পাঞ্জাবি করা হয়েছে এ আয়োজনে। লম্বা, সেমি লং ও খাটো এ তিন ধরনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।

অঞ্জনসের সেলস ম্যানজার আর.কে. রাফি জানালেন, এবার রাজশাহী সিল্কের ওপর কিছু পাঞ্জাবিকে এক্সক্লুসিভ হিসেবে প্রস্তুত করা হয়েছে। শর্ট পাঞ্জাবিতে প্রায় ৭০ টি এবং লং পাঞ্জাবিতে প্রায় ৩০টির মত নতুন ডিজাইনে হাতের কাজের ওপর জোর দেয়া হয়েছে। এখানে পাঞ্জাবি ১০০০ টাকা থেকে শুরু হয়ে ৯০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

ক্যাটস আই: ক্যাটস আই এর শাখা ব্যবস্থাপক এম.ডি. মামুন জানালেন, ফ্যাশন হাউজ ক্যাটস আই মূলত ফরমাল এবং ক্যাজুয়াল দুই ধরণের শার্টস, ট্রাউজার্স, টি-শার্ট এবং জিন্সের প্যান্টের সমারোহ করে থাকে। তবে বিগত বেশ কয়েক বছর যাবৎ ক্যাটস আইও পাঞ্জাবি তৈরি করে থাকে। এ বছর কটন ও ব্লন্ডেড ফেব্রিক্স এর ওপর সুতার কাজ এবং নিজস্ব স্টাইলের এ্যামব্রয়ডারির কাজ করা হয়েছে। এ সব পাঞ্জাবি ১৪৯০ টাকা হতে ১৯৯০ টাকার মধ্যে পাওয়া যাবে বলে জানান তিনি।

মুনসুন রেইন: ক্যাটস আই এর মত মুনসুন রেইনও শার্ট-প্যান্টের জন্য হলেও এবার তারা পাঞ্জাবি নিয়ে এসেছেন বলে জানালেন ম্যানেজার মো. সেলিম। তিনি জানান, শতকরা ১০০ ভাগ সাদা সুতির ওপর মূলত এ্যামব্রয়ডারির কাজ করা হয়েছে। মুনসুন রেইনে হাতের কোন কাজ করা পাঞ্জাবি নেই জানিয়ে তিনি আরও জানান, এখানকার অধিকাংশ সেমি লং পাঞ্জাবিগুলো ১৫৯০ টাকা হতে ১৯৯০ টাকার মধ্যে পাওয়া যাবে।

রঙ: সেলফ কালারের প্রাধান্য দেয়া হয়েছে। যেমন লালের ওপর লাল সুতার কাজ, সাদার ওপর সাদা সুতার কাজ। এছাড়া সেলফ সুতার লাইট ও ডিপ কালার ব্যবহার করা হচ্ছে একই পোষাকে। আর সবকিছুর সঙ্গেই রঙ এর বৈশিষ্ট্য উজ্জ্বল রংয়ের ট্রেন্ড বা ধারা বজায় রয়েছে। পাঞ্জাবিতে ভিন্ন ধরণের নকশা ব্যবহার করা হয়েছে। ব্লক, স্প্রে, টাইডাই, স্ক্রীণ প্রিন্ট-এগুলো মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া এ্যাপ্লিক, এ্যামব্রয়ডারি, কারচুপি, আড়ি, হাতের ভরাট কাজ. লেইস, কাতান পাড় প্রভৃতি ব্যবহার করে ভিন্ন এক নান্দনিক রূপ দেয়া হয়েছে।

রঙ এর শাখা ব্যবস্থাপক শাহিন হোসেন জানালেন এবার রঙ এ নতুন প্রায় ১০০টির মত নতুন ডিজাইন আনা হয়েছে। কটনের পাঞ্জাবি পাওয়া যাবে ৮০০ হতে ১৫০০ টাকায়, ধুপিয়ান পাঞ্জাবি পাওয়া যাবে ৩০০০ থেকে ৬০০০ টাকায়। এছাড়া এ্যান্ডি কাপড়ের পাঞ্জাবি পাওয়া যাবে ২০০০ থেকে ৩০০০ টাকায়।  

নিত্য উপহার: বড়দের পাশাপাশি ছোটদের জন্য নিত্য উপহারে পাওয়া যাবে নোয়াখালির গান্ধী আশ্রম ও নরসিংদীর তাতের কাপড়ে স্ক্রীণ প্রিন্ট, হাতের কাজের মিশেলের পাঞ্জাবি। আর এসব পোষাকে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে পুরাকীর্তি, স্থাপত্য, নকশা এবং তরুণ ও অগ্রণী শিল্পীদের কাজ। উৎসবের উপযোগী রংয়ের ব্যবহারে নিজস্ব ধারা ও স্টাইল উঠে এসেছে। ম্যানেজার মো. সজীব জানালেন, নিত্য উপহারে এবছর পাঞ্জাবি পাওয়া যাবে ৬৫০ টাকা ৯৫০ টাকার মধ্যে।

ওটু: পাঞ্জাবিতে থাকছে অনেক বেশী সুতার কাজ। কারচুপি ও সুতার সমন্বয়ে থাকছে ওয়াশ ও মিক্স ম্যাচের সমন্বয়। কাটিংয়ে রয়েছে ভিন্নতা। জামে বাহার বা জারদারির কাজও থাকছে। এক্সক্লুসিভ সেমি পাঞ্জাবি টুনফিট, শর্ট পাঞ্জাবি প্রভৃতি। বাহারি বোতাম থাকছে পাঞ্জাবিতে। দেশী কটন, সিল্কের পাশাপাশি পাকিস্তানি সিল্কের পাঞ্জাবি বেশী পাওয়া যাবে এখানে। এ ছাড়াও মাখন জর্জেট, এ্যান্ডি সিল্ক এবং এ্যান্ডি কটনও পাওয়া যাবে। সহকারি ব্যবস্থাপক পাপ্পু জানান, ওটু’র অধিকাংশ পাঞ্জাবিতেই কলারে বেশী কাজ করা হয়। এবার কিছু হাতায়ও কাজ করা হয়েছে। এখানে সব পাঞ্জাবিতে হাতের কাজ করা হয়। এ বছর ওটুতে ২০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত পাঞ্জাবি পাওয়া যাবে।    

লুবনান: দেশীয় ঐতিহ্য, কৃস্টি আর সংস্কৃতির সমন্বয়ে লং ও শর্ট পাঞ্জাবির ক্ষেত্রে স্লীম ফিট কাটে বাহারি নকশা করা হয়েছে। তাতের সুতি, রাজশাহী সিল্ক, এ্যান্ডি সিল্ক, এ্যান্ডি সুতি কাপড়ে করা হয়েছে এ্যামব্রয়ডারি কারচুপি। তরুনদের জন্য পাঞ্জাবিতে কলার, কাধের দুই পাশে এবং কলার থেকে বুকের দিকে সরু করে কারচুপি ও এ্যামব্রয়ডারির সমন্বয়ে ডিজাইন করে কাজ করা হয়েছে। সেলস ম্যানেজার কমল ফলিয়া জানালেন, লুবনানে এ বছর ১৫০০ টাকা থেকে শুরু হয়ে ১৬০০০ টাকার মধ্যে পাওয়া যাবে।

সাদা কালো: ফ্যাশন হাউজ সাদা কালোর শো-রুম ইনচার্জ শফিকুল ইসলাম জানালেন,  সাদা কালো রংয়ের ওপর ফুলেল শিরোনামের পাঞ্জাবি থাকছে এবার সাদা কালোর ঈদ আয়োজনে। দেখা ও না দেখা ফুল এবং বিভিন্ন ধরণের পাতা নানাভাবে পোষাকে তুলে আনা হয়েছে। কখনও ব্লক প্রিন্টে, কখনও স্ক্রীণে, কখনও কারচুপিতে, কখনও মেশিন এ্যামব্রয়ডারি অথবা হ্যান্ড এ্যামব্রয়ডারি এগুলো তুলে এনেছেন ডিজাইনার তাহসীনা শাহীন। ৭৫০ টাকা শুরু করে ৯০০০ টাকার ওপরেও পাঞ্জাবিও এখারে পাওয়া যাবে।

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।