ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বন্ধুর জন্য কফিনে ঘুমান রোজি

কল্লোল কর্মকার, আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, আগস্ট ১৯, ২০১১
বন্ধুর জন্য কফিনে ঘুমান রোজি

সাও পাওলো: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মাইনাস জেরাইস রাজ্যের জেলি রোজি প্রতি শুক্রবার রাতে কফিনে ঘুমান। ২৩ বছর ধরে এভাবেই নিয়ম করে ঘুমাচ্ছেন।

কিন্তু কেন তার এ কফিনঘুম? ভাবতে অবাক লাগলেও সত্যি, বন্ধুর কাছে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা আর তার প্রতি সম্মান জানাতেই তার এ অদ্ভুত ঘুম।

রোজি একটি গণমাধ্যমকে জানান, প্রতি সপ্তাহে একদিন কফিনে ঘুমানোর ব্যাপারটি প্রথম প্রকাশ পায় আমার নাতির মাধ্যমে। সে তার স্কুলের একটি কাগজে আমাকে নিয়ে একটি গল্প লিখেছিল।

মৃত বন্ধুর প্রতি সম্মান দেখাতেই আমি কফিনে ঘুমাই বলে জানান জেলি রোজি।

অনেক দিন আগে, রোজি ও তার বন্ধু একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিল, দু‘জনের মধ্যে যে আগে মারা যাবে অপরজন তার জন্য একটি কফিন কিনে দেবে। কিন্তু হঠাৎ ঘটে গেল উল্টো ঘটনা। রোজি  বেঁচে থাকতেই একদিন তার বন্ধু কফিন নিয়ে হাজির হয়। বন্ধুটি কার কাছে যেন জানতে পেরেছিল রোজি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এটা ১৯৮৩ সালের ঘটনা। এরপর ১৯৮৮ সালে যখন ওই বন্ধুটি মারা যায়, তখন থেকেই রোজি তার স্মৃতির প্রতি সম্মান জানাতে বন্ধুর কিনে দেওয়া ওই কফিনে ঘুমানো শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।