ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

কান্তজিউ বিগ্রহ এখন দিনাজপুরের রাজবাড়িতে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, আগস্ট ২১, ২০১১
কান্তজিউ বিগ্রহ এখন দিনাজপুরের রাজবাড়িতে

দিনাজপুর: রাজ পরিবারের প্রথা অনুযায়ী দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির থেকে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাড়িতে নেওয়া হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে বিগ্রহটি দিনাজপুরের রাজবাড়ি কান্তজিউ মন্দিরে স্থাপন করা হয়।



ওইদিন সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক কান্তনগর মন্দির থেকে পূজা অর্চনা শেষে কান্তজিউ বিগ্রহ ঢেপা নদীর কান্তনগর ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিশাল নৌবহর নিয়ে যাত্রা শুরু হয় দিনাজপুর শহরের সাধুঘাটের উদ্দেশে।

দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার নদীপথে নৌকাযোগে দিনাজপুর নিয়ে যাওয়ার সময় হিন্দু ধর্মালম্বী লাখ লাখ ভক্ত নদীর কান্তজিউ বিগ্রহ দেখার নদী তীরে ছুটে যান।

বিভিন্ন এলাকা থেকে আসা হিন্দু পুণ্যার্থীরা শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহকে উৎসর্গ করার জন্য তাদের বাড়ির বিভিন্ন ফল, দুধ ও অন্যান্য অর্ঘ্য নিয়ে আসেন।

এ সময় নদীর দু’কূল হিন্দু ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

কান্তনগর ঘাট থেকে দিনাজপুর শহরের সাধুরঘাট পর্যন্ত ৩০টি ঘাটে কান্তজিউ বিগ্রহ বহনকারী নৌকা ভেড়ানো হয়। এ সময় বিভিন্ন ঘাটে ও শহরের বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রতিটি ঘাটেই আগে থেকে পুলিশ মোতায়েন রাখা হয়।

পরে সাধুরঘাট থেকে বিশাল র‌্যালি নিয়ে কান্তজিউ বিগ্রহ দিনাজপুর শহরের মন্দির প্রদক্ষিণ শেষে রাত ১২টায় রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়।

দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের প্রতিনিধি অমলেন্দু ভৌমিক জানান, রাজ পরিবারের রীতি অনুযায়ী কান্তজিউ বিগ্রহ ৯ মাস কান্তনগর মন্দিরে এবং ৩ মাস দিনাজপুরের শহরের রাজবাড়িতে রাখা হয়। যুগযুগ ধরে এ নিয়ম চলে আসছে।

তিনি জানান, প্রথা অনুযায়ী আগামী তিনমাস রাজবাড়িতে প্রতি শুক্রবার নামকীর্ত্তন ও প্রতি মাসের প্রথম শুক্রবার কমিটির পক্ষ থেকে ভোগের ব্যবস্থা করা হবে।

এছাড়াও বিভিন্ন ভক্ত প্রতিদিন ভোগের ব্যবস্থা করবেন।


বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।