এবারের ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন ফ্যাশন হাউস এনেছে নতুন নতুন পোশাকের সম্ভার। এরকম কিছু হাউসের ঈদ-কালেকশন নিয়ে আমাদের এ আয়োজন।
দর্জিবাড়ি
ফ্যাশন হাউস দর্জিবাড়ি প্রতিটি উৎসব নিয়ে কাজ করে থাকে। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদে তারা এনেছে নতুন নতুন ডিজাইনের শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, প্যান্ট ইত্যাদি। প্রতিটি পোশাকে আর কালার কম্বিনেশনে সচেতন ফ্যাশন হাউস দর্জিবাড়ি। আর পোশাকের দামও ক্রেতাদের সাধ্যের মধ্যে।
দর্জিবাড়ির ডিজাইনার তাহজিব আরিফ অপু বলেন, আমরা সবসময় চেষ্টা করি ক্রেতাদের ভালো কিছু পোশাক উপহার দিতে। এসব পোশাক পাওয়া যাবে দর্জিবাড়ির সব আউটলেটে।
সানমুন টেইলার্স
সানমুন টেইলার্স (প্রাঃ) লি. শার্ট ও রুচিসম্পন্ন ব্লেজার তার অভিজ্ঞ মাস্টার দিয়ে তৈরি করে থাকে। এবারের ঈদে সানমুন নিয়ে এসেছে ফেব্রিক্স ট্রপিকেল, উলেন দিয়ে বিভিন্ন পোশাক। পাওয়া যাচ্ছে প্যান্ট, শার্ট, স্যুট, প্রিন্স স্যুট, শেরোয়ানি, ওভারকোট।
বাংলাদেশে সানমুনের ৯টি শাখায় এগুলো পাওয়া যাচ্ছে। শাখাগুলো রয়েছে ধানমন্ডি প্লাজা, মিরপুর রোড, গুলশান প্লাডিয়াম মার্কেট, উত্তরার বিএনএস সেন্টার, লালবাগের হরনাথ ঘোষ রোড, নিউ এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটির লেভেল-৩, নিউ এলিফ্যান্ট রোডের মনসুর ভবন, কাকলী শপিং সেন্টার, ও সিলেটের জিন্দাবাজারে । হেড অফিস : ১, ২১, বঙ্গবন্ধু এভিনিউ। ফোন : ৯৫৬৬৫২৯। ওয়েব : www.sunmoontailors.com
চন্দ্রবিন্দু
চন্দ্রবিন্দু এবারের ঈদে নিয়ে এসেছে বাহারি রংয়ের পোশাক। চন্দ্রবিন্দুর বাঙালিয়ানা এসব পোশাক তাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি। চন্দ্রবিন্দুতে পাওয়া যাচ্ছে মেয়েদের টপস, সালোয়ার কামিজ , থ্রি-পিস, ওড়না , শাড়ি, ফতুয়া ইত্যাদি। ছেলেদের জন্যে রয়েছে পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট । এসব পোশাক পাওয়া যাবে চন্দ্রবিন্দুর সব শো-রুমে। ঠিকানা : মিরপুর ১ ও মিরপুর ২। ফোন : ৯০১১২৪৩
বালুচর
ঈদকে সামনে রেখে বুটিক হাউস বালুচর নিয়ে এসেছে বাহারি রংয়ের পোশাক। তাদের কালেকশনে নয়েছে মেয়েদের টপস, সালোয়ার কামিজ, থ্রি-পিস, ওড়না, শাড়ি, ফতুয়া ইত্যাদি। ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট। এসব পোশাক পাওয়া যাবে বালুচর সকল শো-রুমে।
শো-রুম : ৮১ আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা। খুচরা ও পাইকারির জন্য : ৫৪ আজিজ সুপার মার্কেট (নিচতলা), শাহবাগ, ঢাকা। মোবাইল : ০১৭১৬৫৫৬২৭১। ওয়েব : www.baluchar.com
ব্যাঙ
প্রতিবারের মতো এই ঈদেও ফ্যাশন হাউজ ব্যাঙ নিয়ে এসেছে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় পাঞ্জাবি। ব্যাঙ-এর এসব পাঞ্জাবিতে রয়েছে রকমারি ডিজাইন। এছাড়াও পাবেন বিভিন্ন ডিজাইনের টি-শার্ট, পলো টি-শার্ট, শার্ট ও প্যান্ট।
ঢাকা শো-রুম : বসুন্ধরা সিটি, মেট্রো শপিং মল, এলিফ্যান্ট রোড, রাইফেল স্কয়ার, হাটখোলা (টিকাটুলি ২) ও আজিজ সুপার মার্কেট।
সিলেট : বারুদখানা পয়েন্ট, জিন্দাবাজার, কুমারপাড়া।
কারখানা
ঈদ আয়োজনে কারখানা নিয়ে এসেছে বিভিন্ন মোটিফের পোশাক। তারুণ্যের কথা মাথায় রেখে পোশাক তৈরি করে ফ্যাশন হাউস কারখানা। সবসময় ঈদ আয়োজনের প্রাধান্য দিয়ে থাকেন কারখানার উদ্যোক্তা আল-আমীন। কারখানায় পাওয়া যাবে টি-শার্ট, পলো টি-শার্ট, পাঞ্জাবি ও ক্যাজুয়াল শার্ট। শো-রুম : আজিজ সুপার মাকের্ট দ্বিতীয় ও তৃতীয় তলা, শাহবাগ, ঢাকা । মোবাইল : ০১৭১১-১৫৯৮৬৩
লোকজ
বুটিক হাউস লোকজ এবারের ঈদে এনেছে রকমারি পোশাক। লোকজে পাওয়া যাবে মেয়েদের টপস, সালোয়ার কামিজ, থ্রি-পিস, ওড়না, শাড়ি ও ফতুয়া। ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া ও টি-শার্ট। তাছাড়া রয়েছে হ্যান্ডি ক্রাফ্টস। শো-রুম : ১৭/এ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা। ৪৮ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা। মোবাইল : ০১১৯৯৪৪২৯৪৯। ওয়েব : www.lokojbd.com
বাংলাদেশ সময় ২৩০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১