ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জাবিতে ভর্তি পরীক্ষার জন্য যা যা পড়তে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, আগস্ট ২৫, ২০১১
জাবিতে ভর্তি পরীক্ষার জন্য যা যা পড়তে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ফরম বিক্রি শুরু হয়ে গেছে।

যারা এইবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য ভর্তি পরীক্ষার কোন বিষয়ের উপর কি কি ধরনের প্রশ্ন হবে এবং কোন বিষয়ে কত নম্বর থাকবে তা নিয়ে দিকনির্দেশনা দিচ্ছেন বাংলানিউজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ওয়ালিউল্লাহ

সব ইউনিটের লিখিত পরীক্ষার সর্বমোট নম্বর থাকবে ১০০। প্রশ্ন থাকবে ১০০টি এবং প্রতি প্রশ্নের নাম্বর ১। গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভর্তি পরীক্ষায় গণিত ৩০, পদার্থবিজ্ঞান ৩০, রসায়ন ৩০, বাংলা ৪, ইংরেজি ৪ এবং সাধারণজ্ঞানে ২ নম্বর থাকবে। সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলা ১০, ইংরেজি ১০, অর্থনীতি, নৃবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং লোক প্রশাসন বিষয়ক সাধারণজ্ঞান  ১০ নম্বর করে মোট ৬০ নম্বর, বুদ্ধিমত্তা ১০ ও সাধারণ গণিতে ১০ নম্বর থাকবে। কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলা ২৫, ইংরেজি ২৫ এবং সাধারণজ্ঞানে ৫০ নম্বর থাকবে। জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় রসায়ন ৪০,  বায়োলজি ৫০ (উদ্ভিদ ২৫, প্রাণিবিদ্যা ২৫ নম্বর ) এবং আবশ্যিকে ১০ নম্বর থাকবে। বিজনেস স্ট্যাডিজ অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলা ১০, ইংরেজি ৩৫, গণিত ৩৫ এবং সাধারণজ্ঞানে ২০ নম্বর থাকবে। ইনিস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষায় বাংলা ১০, ইংরেজি ৩৫, গধঃযবসধঃরপধষ অঢ়ঃরঃঁফব ৩০, ওছ ০৫ এবং সাধারণজ্ঞানে ২০ নম্বর থাকবে। ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভর্তি পরীক্ষায় গণিত ৫০ এবং পদার্থবিজ্ঞানে ৫০ নম্বর থাকবে। এইবার প্রথমবারের মত খোলা হচ্ছে আইন অনুষদ। এই অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং সাধারণজ্ঞানে ৪০ নম্বর থাকবে।

লিখিত পরীক্ষার জন্য ১০০ (একশত) নম্বর থাকবে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ১০০ (একশত) নম্বর যোগ করে মোট ২০০ (দুইশত) নম্বরের উপর ফলাফল নির্ধারণ করা হবে।   লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত গ্রেডকে ৮ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত গ্রেডকে ১২ দ্বারা গুণ করে ফলাফল তৈরি করা হবে। মোট প্রাপ্ত নম্বর যোগ করে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের আসন সংখ্যার সর্বাধিক ১০ গুণ ছাত্র-ছাত্রীর মেধা অনুযায়ী তালিকা প্রণয়ন করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষার্থে ‘ও’লেভেল এবং ‘এ’ লেভেলের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ‘এ’ গ্রেডের জন্য জিপিএ ৫, ‘বি’ গ্রেডের জন্য জিপিএ ৪, ‘সি’ গ্রেডের জন্য জিপিএ ৩.৫, ‘ডি’ গ্রেডের জন্য জিপিএ ৩ বলে গণ্য করা হবে।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাইয়ের জন্য একটি ব্যবহারিক পরীক্ষা কমিটি থাকবে। ব্যবহারিক পরীক্ষায় কোনো নম্বর থাকবে না। কমিটি উক্ত বিভাগে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের বিষয় ভিত্তিক যোগ্যতা যাচাই করবেন। কমিটি যদি কোনো প্রার্থীকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অধ্যয়নের জন্য উপযুক্ত মনে না করে তাহলে ঐ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না।

ভর্তির জন্য লিখিত পরীক্ষা আগামী ০৮-১০-২০১১ থেকে ১৭-১০-২০১১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংবাদপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।