ঢাকা: প্রেম করছেন ভালো কথা। পাশাপাশি বসেন, কথা বলেন, হাত ধরেন, কিন্তু এর বেশি কিছু যেন না করেন।
তবে ভয় নেই বাংলাদেশে এ ব্যবস্থাটি এখনও আসেনি। তবে পাশের দেশ ভারতের প্রেমের তীর্থস্থান শিলংয়ে তা এসে গেছে। ফলে সাবধানের মার নেই।
শিলংয়ের ওয়ার্ডস সরোবর আর লেডি হায়দরী উদ্যান দু’টি প্রেমকানন হিসেবে বেশ পরিচিত। প্রবেশাধিকারও সামান্য। মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনভর প্রমোদ বিহার, জলবিহার, আলিঙ্গন ও চুম্বনের অবাধ ছাড় আছে।
কিন্তু এবার আর ইচ্ছেমতো ভালবাসতে দেবে না খাসি ছাত্র সংগঠন এফকেজেজিপি’র স্বেচ্ছাসেবকেরা।
তাদের সাফ কথা, প্রেম করেন ভালো কথা, কিন্তু বাড়াবাড়ি চলবে না।
তাই ঝোপের আড়ালে পাহারাদার বসানো হয়েছে। তারা ঝোপের আড়ে ঘাপটি মেরে বসে থাকবে। বেচাল দেখলেই বেজে উঠবে হুইসেল, হাজির হবে পাইক-বরকন্দাজ।
উদ্যানে বেড়াতে আসা পরিবার বা সাধারণ পথচারীদের অভিযোগÑপ্রেমিক যুগলদের অসংযত আচরণে তারা বিরক্ত।
এরকম অসংখ্য অভিযোগের কারণেই এ রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান খাসি ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক কিতবোকলাং নোংফলাং।
তিনি বলেন, ‘উদ্যানে বেড়াতে আসা প্রেমিক-প্রেমিকাদের বহুবার সতর্ক করেও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই পাহারাদারির ব্যবস্থা করা হয়েছে। ’
সূত্র: ভারতীয় সংবাদ মাধ্যম
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১