ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ঈদের বাহারি পোশাক

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, আগস্ট ২৫, ২০১১
ঈদের বাহারি পোশাক

নতুন পোশাকের সঙ্গে ঈদ উদযাপন বাঙালির রীতি। আর ঈদ উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে দেশের ফ্যাশন হাউজগুলো।

এনেছে জর্জেট, শিফন, সিল্ক, ঢাকাই মসলিন, জামদানি, টাঙ্গাইল এবং পাবনার সুতিসহ বিভিন্ন ধরনের শাড়ি। কোনো কোনো প্রতিষ্ঠান এনেছে শর্ট ও লং পাঞ্জাবি আর মেয়েদের জন্য বাহারি থ্রি-পিস। ঢাকার বেশ কিছু ফ্যাশন হাউসের ঈদ সংগ্রহ নিয়ে আমাদের এ আয়োজন।

জ্যোতি শাড়ি : ঈদ উপলক্ষে জ্যোতি শাড়ি এনেছে এক্সক্লুসিভ সব শাড়ি। এসব শাড়িতে ফুটে উঠেছে উৎসবের আমেজ। রঙ আর বৈচিত্র্য মিলিয়ে সবাইকে আকৃষ্ট করবে জ্যোতির শাড়ি। জ্যোতিতে উল্লেখ্যযোগ্য শাড়িগুলোর মধ্যে রয়েছে ট্রাডিশনাল শাড়ি, গাদোয়াল, লাঠিয়াল কাতানসহ নানা ধরনের বেনারশি। আর এই ঈদের উৎসবে পূর্ণতা দিতে নিয়ে এসেছে ‘ঢাকাই জামদানি’।
শাড়ির পাশাপাশি জ্যোতিতে পাওয়া যাচ্ছে বোম্বে, দিল্লি, মাদ্রাজ, বাঙ্গালোর, গুজরাট, সুরাটসহ ভারতের বিভিন্ন অঞ্চলের নামকরা ডিজাইনারের এক্সক্লুসিভ লেহেঙ্গা ও থ্রিপিস।

জ্যোতি শাড়ির শো-রুম রয়েছে দেশের বিখ্যাত সব শপিংমলে। এর মধ্যে রাজধানীর নিউ চিশতিয়া মার্কেট, গাউসিয়া মার্কেটের নূর ম্যানসন, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, উত্তরার নর্থ টাওয়ার এবং কর্ণফুলী গার্ডেন সিটি। যোগাযোগ : ০২-৯৬৬৯১৪৪, ০১৭১১৩৯৪০৭৭, www.joteysharee.com

ফ্যামিলি ওয়ার্ল্ড : ঈদকে কেন্দ্র করে ফ্যামিলি ওয়ার্ল্ড নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইনের জর্জেট, শিফন, ইন্ডিয়ান সিল্ক, ঢাকাই মসলিন, জামদানি, টাঙ্গাইল এবং পাবনার সুতি, এপলিক, হ্যান্ড প্রিন্ট, কারচুপিসহ বিভিন্ন ধরনের শাড়ি। এছাড়া আছে জর্জেট, শিফন, ইন্ডিয়ান কটন, চিনন, পাকিস্তানি কটন, দেশী তাঁতসহ আনস্টিচ ও স্টিচ থ্রি-পিস, লেডিস ফতুয়া, টি-শার্ট, জিন্স প্যান্ট, রেডিমেড ব্লাউজ, পেটিকোট এবং ওড়না। মেনস কালেকশনে রয়েছে ফরমাল প্যান্ট, শার্ট, ক্যাজুয়াল শার্ট-প্যান্ট, জিন্স প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, লুঙ্গি ইত্যাদি। কিডস সেকশনে পাবেন নবজাতকের অতিপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, সব বয়সী বাচ্চাদের প্যান্ট, থ্রি-কোয়ার্টার প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, থ্রি-পিস, পার্টি ফ্রক, টপস, স্কার্ট, ডিভাইডার ইত্যাদি। ঠিকানা : ২/৬ মিরপুর রোড, আসাদগেট, ঢাকা।   যোগাযোগ: ০১৭১৮৬৯৯৩৭০

উত্তরাঙ্গন বুটিক : ঈদে বাহারি ডিজাইনের এক্সক্লুসিভ শাড়ি এনেছে উত্তরাঙ্গন বুটিক। প্রতিটি শাড়িতে করা হয়েছে ব্লক, বাটিক, কারচুপিসহ বিভিন্ন হাতের কাজ। এছাড়া মেয়েদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ডিজাইনের নতুন থ্রি-পিস। এখানে রয়েছে ছেলে ও মেয়েদের ফতুয়া, শর্ট পাঞ্জাবি, শর্ট শার্ট ও থ্রি-পিস। এছাড়া উত্তরাঙ্গন বুটিকে নিজের পছন্দমতো পোশাক তৈরির সুযোগ রয়েছে। ঠিকানা : ১২ সোনারগাঁও রোড, সেক্টর-৯, উত্তরা, ঢাকা, ফোন: ০২-৮৯২০৫৩৩, ০১৯২৬ ৫৯০০৫৩।

মুসলিম কালেকশন : ঈদ উপলক্ষে মুসলিম কালেকশন দেশের তরুণদের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শার্ট। এসব শার্টের ডিজাইন ও রংয়ে আনা হয়েছে ভিন্নতা। তারুণ্যের চাহিদাকে মাথায় রেখেই এসব শার্টের ডিজাইন করেছেন মুসলিম কালেকশনের নিজস্ব ডিজাইনাররা। ডিজাইন সম্পর্কে ফ্যাশন ডিজাইনার ও স্বত্বাধিকারী মুসলিম আহম্মদ বলেন, আমরা তরুণদের চাহিদা মাথায় রেখে সব শার্টের ডিজাইন করে থাকি। ’

মুসলিম কালেকশনের একমাত্র পাইকারি বিক্রয় কেন্দ্র : ২৭ মাহবুব আলম শপিং কমপ্লেক্স (নিচতলা), কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০। ফোন: ০২-৭৭৬২৬৩৬, ০১৭৩৭৭৩০৩১৩, www.muslimcollectionbd.com ।

Laisবার্ডস আই : ফ্যাশন হাউস বার্ডস আই নিয়ে এসেছে নতুন ডিজাইনের শর্ট পাঞ্জাবি। নতুন পাঞ্জাবিগুলোতে ব্যবহার করা হয়েছে সময়পোযোগী কাপড় এবং কারচুপি, এপলিক ও নানান ধরনের হাতের কারুকাজ।
এছাড়া এই ঈদে বার্ডস আইয়ে পাওয়া যাচ্ছে ছেলেদের জন্য টি-শার্ট, পোলো শার্ট, ফতুয়া ও শর্ট শার্ট। ঠিকানা : দোকান নম্বর : ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা-১০০০। ফোন : ০১৭২০৯৯৬৬৬৬, ০১১৯৯৮৩১০২১।

লেইস ফিতা : ঢাকার বসুন্ধরা আবাসিক ও মৌলভীবাজার শহরে বুটিক হাউস লেইস ফিতা এনেছে জমকালো সব পোশাক। নতুন আসা এ পোশাকগুলোর মধ্যে রয়েছে এক্সক্লুসিভ সালোয়ার-কামিজ, ফতুয়া, ওড়না ও শাড়ি। প্রতিটি পোশাকে রয়েছে এম্বয়ডারি, ব্লক, কারচুপিসহ বিভিন্ন লেইসের কাজ। এছাড়া এখানে পাওয়া যাবে পোশাকের সঙ্গে মানানসই নানা রঙের চুড়ি। ঠিকানা : ফ্ল্যাট-এফ ১, টেনিমেন্ট ২, ৩০১/এ, ব্লক-ই, বসুন্ধরা আর/এ, ঢাকা। ফোন : ০১৭৫২৭৭৮৮৭৬।

এসকট : এসকট ফ্যাশন এনেছে এক্সক্লুসিভ সব শাড়ি। এসব শাড়িতে ফুটে উঠেছে উৎসবের আমেজ। রঙ আর বৈচিত্র্য মিলিয়ে যে কাউকে আকৃষ্ট করবে এসকট-এর শাড়ি। ঈদে আনা নতুন শাড়ি সম্পর্কে এসকট ফ্যাশনের নির্বাহী পরিচালক ফ্যাশন ডিজাইনার এসকে শাহ খালিদ ফয়সাল বলেন, ‘ক্রেতাদের আবেদন আমরা বুঝি। তাই তাদের মনের মতো করেই ডিজাইন করেছি ঈদের প্রতিটি শাড়ি। ’ এছাড়া এসকট-এ পাওয়া হাচ্ছে বাহারি থ্রি-পিস আর ছেলেদের জন্য পাঞ্জবি ও ফতুয়া। ঠিকানা : ২২৭ বসুন্ধরা, কুড়িল বিশ্বরোড (প্রথম তলা), ঢাকা-১২২৯।   ফোন: ০২-৮৪১১৩৮৩।
 

স্টাইল পার্ক : ফ্যাশন হাউস স্টাইল পার্ক এনেছে জমকালো সব শাড়ি। এসব শাড়িতে রয়েছে এপলিক, হ্যান্ড প্রিন্ট, কারচুপিসহ বিভিন্ন ধরনের কাজ। এছাড়া রয়েছে ওয়েস্টার্ন ফ্যাশনেবল টপস, স্কার্ট, ছেলে ও মেয়েদের জন্য টি-শার্ট ও ফতুয়া। আরও রয়েছে মেয়েদের পাঞ্জাবি, থ্রি-পিস ও ফতুয়া। ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ও ফতুয়া। ঠিকানা : সোসাইটি মার্কেট, কলাপাড়া, পটুয়াখালী। ফোন: ০১৭১১ ৫৪৪৯৮৯, ০১৬৭০৭৮৬৮০৫।

বাংলাদেশ সময় ২১১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।