ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘সিটি আগামীর আলো’

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, আগস্ট ২৯, ২০১১
বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘সিটি আগামীর আলো’

সিটি গ্রুপের মানবকল্যাণমুখী সংস্থা সিটি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্র ও সিটিব্যাংক, এনএ-এর পরিচালনায় তৃতীয় বারের মত ‘সিটি আগামীর আলো’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো ২৫ আগষ্ট।

বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং জনাব রাশেদ মাকসুদ, ম্যানেজিং ডিরেক্টর ও সিটি কান্ট্রি অফিসার-বাংলাদেশ যৌথভাবে এই ঘোষণা দেন।

বিশ্বসাহিত্য কেন্দ্র দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু করতে যাচ্ছে ‘সিটি আগামীর আলো প্রতিযোগিতা’ শীর্ষক কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের জন্য বইপড়া কর্মসূচি। আশা করা হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সেরা ৫০টি কলেজের প্রায় ৪ হাজার ছাত্র-ছাত্রী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তার বক্তব্যে বলেন, ‘বইপড়া আমাদের মূল কর্মসূচি। কলেজ পর্যায়ে কর্মসূচি চালু থাকলেও আজ এর সাথে যুক্ত হলো নতুন এক সহযোগিতার মাত্রা। আমরা এই সহযোগিতাকে আনন্দের সাথে স্বাগত জানাই। ভালো মানুষ হতে হলে ভালো ভালো বই পড়তে হবে। কারণ  ভালো মানুষ ছাড়া একটি ভালো দেশ ও জাতি গড়ে ওঠে না। বই চিন্তা শক্তির ধারক। সুতরাং বই না পড়লে মানুষের চিন্তার সুন্দর বিকাশ কখনোই সম্ভব না। ’

কলেজের ছাত্র-ছাত্রীদের মনন উপযোগী করে এই বইপড়া কর্মসূচির আয়োজন করা হয়েছে। যে বইগুলো পড়লে তারা তাদের চিন্তা শক্তি বাড়ানোর পাশাপাশি জীবনকে সুন্দর ভাবে সাজাতে পারবে বলে আশা হচ্ছে। শৈশব ও কৈশোরই মনকে বিকশিত করার শ্রেষ্ঠ সময়। এই সময়েই আলোর কনা ছড়িয়ে দিতে হবে যা পরবর্তীতে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।   বইপড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সকলের প্রচেষ্টা ও সহযোগিতা আশা করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

এই বছর ‘৩য় সিটি আগামীর আলো’ কর্মসূুচির মাধ্যমে বুদ্ধিবৃত্তির বিকাশ, আর মানুষ ও দেশ সম্বন্ধে জানার জন্য বইপড়া কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।