কানাডার ভ্যাঙ্কুবার নগরীকে পেছনে ফেলে এবার বসবাসের দিক থেকে বিশ্বের এক নম্বর নগরীর স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট নামের এক জরিপকারী প্রতিষ্ঠানের জরিপে এই তথ্য উঠে এসেছে।
প্রায় এক দশক ধরে কানাডার ভ্যাঙ্কুবার এক নম্বর অবস্থানটি ধরে রেখেছিল।
জরিপের ফল অনুযায়ী অস্ট্রেলিয়ার কয়েকটি শহর শীর্ষ দশের মধ্যে স্থান করে নিয়েছে। যেমন : সিডনি ষষ্ঠ এবং পার্থ ও অ্যাডেলেড যৌথভাবে অষ্টম স্থান অধিকার করেছে। কানাডার টরেন্টো এবং ক্যালগারি যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান দখল করে আছে।
এছাড়া ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি সপ্তম এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড দশম অবস্থানে আছে।
শহরের রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা, অপরাধ সংঘটিত হওয়ার হার, গুণগত স্বাস্থ্যসেবা পাওয়ার সহজলভ্যতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর গুণগত মানের ওপর ভিত্তি করে এ জরিপ করা হয়।
জরিপকারী প্রতিষ্ঠানের সম্পাদক জন কপস্টেইক জানান, জনসংখ্যার কম ঘনত্ব, অপরাধ কম সংঘটিত হওয়া অস্ট্রেলিয়াকে বসবাসযোগ্য দেশের শীর্ষে নিয়ে গেছে।
পরিচিত শহরগুলোর মধ্যে প্যারিস ১৬তম, টোকিও ১৮তম, হনুললু ২৬তম, লন্ডন ৫৩তম অবস্থানে রয়েছে। সরকারের ব্যয় কাটছাঁট নীতি এবং বিক্ষোভের কারণে গ্রিসের রাজধানী এথেন্স আগের পঞ্চম স্থান থেকে ২৬তম স্থানে অবস্থান করছে।
তবে আরবের গণজারণের অস্থিরতা এই জরিপে প্রভাব ফেলেছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি তার আগের অবস্থান ১০৫ থেকে সরে গিয়ে ১৩৭-এ নেমে এসেছে।
জিম্বাবুয়ের রাজধানী হারারে, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোসাবি বসবাসের জন্য সবচেয়ে অযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে।
বাংলাদেশ সময় : ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১