ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

দু দেশের বন্ধুত্ব রক্ষায় কাজ করো : মনমোহন সিং

শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, সেপ্টেম্বর ৭, ২০১১
দু দেশের বন্ধুত্ব রক্ষায় কাজ করো : মনমোহন সিং

বাংলাদেশের মানুষ দারিদ্র্যের বিরুদ্ধে, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেন, যেভাবে রাজনৈতিক অস্থিরতা থেকে বের হওয়ার জন্য সংগ্রাম করেন, ভারতের মানুষ তা মুগ্ধ দৃষ্টিতে দেখেন।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরও বলেন,  ‘বাংলাদেশের সাফল্যে ভারত গর্ববোধ করে। সারা বিশ্ব দেখেছে বাংলাদেশ কীভাবে সব মন্দকে পেছনে ফেলে নিজের পায়ের ওপর দাঁড়িয়েছে। ’

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক আশাভরা চোখের যেসব তরুণের মুখ  আজ দেখতে পাচ্ছি তারাই আমাদের ভবিষ্যত। এ প্রজন্ম খুব শিগগিরই দায়িত্বগ্রহণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের বন্ধুত্ব রক্ষায় কাজ করবে, যেভাবে আমাদের মহান নেতারা করে এসেছেন।

আমার তরুণ বন্ধুদের প্রতি বলতে চাই, কবির সোনার বাংলা গড়ার জন্য যেভাবে তোমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছো; সেভাবেই তোমরা শান্তির পথে, সফলতার পথে এবং ভারত ও বাংলাদেশের জনগণের বন্ধুত্ব রক্ষায় কাজ করো। ’  

বক্তব্যের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোর জন্য উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিককে ধন্যবাদ জানান। তিনি বলেন,  ‘অনেক জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিরা এখান থেকে পড়াশোনা শেষ করে নিজের মাতৃভূমির জন্য কাজ করে সম্মান বয়ে এনেছেন। তাই একজন শিক্ষক হিসেবে এ জায়গাটিকে আমার খুব আপন মনে হচ্ছে। ’  

মনমোহন সিংয়ের বক্তব্যের উল্লেখযোগ্য অংশজুড়ে বর্তমান সফর নিয়ে কথা থাকলেও তিনি বাংলাদেশের ইতিহাস ও সাফল্য নিয়েও কথা বলেন।

তিনি বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে বলেন, ‘গ্রামের গরিব মানুষরা নতুন জীবিকার সন্ধানে আগ্রহী হয়ে উঠছেন। ক্ষুদ্রঋণ এবং গার্মেন্টস শিল্পের সাফল্যে নারীরা অবদান রাখছেন। মধ্যবিত্তরা ধীরে ধীরে উন্নতি করছেন। সামাজিক সূচক বৃদ্ধি পাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তা ভারতকেও ছাড়িয়ে যাচ্ছে। ’   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।