এ ফলাফলের পেছনে আমার মা স্বপ্না বড়ুয়া, বাবা সাংবাদিক-গল্পকার বিপুল বড়ুয়া এবং বিদ্যালয়, প্রমিলা টিচিং হোমের শিক্ষক, রাসেল স্যার ও সৌরভ স্যারের কাছ বিশেষভাবে কৃতজ্ঞ।
এর মধ্যে আমার মায়ের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
আমাদের এসএসসি পরীক্ষা নিয়ে নানা উদ্বেগ কাজ করেছিল প্রি টেস্ট পরীক্ষার পর থেকেই। বিশেষ করে যখন সাতটি সৃজনশীল পরীক্ষা লিখতে হবে বলা হলো। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের খবর শুনে পরীক্ষাজয়ের উদ্যমে কিছুটা ভাটা পড়েছিল। একজন ভালো শিক্ষার্থীর মনে এটা নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব ফেলে।
উচ্চ মাধ্যমিকে আমি চাইব আগ্রাবাদের সরকারি কমার্স কলেজে ভর্তি হতে। আমি ভবিষ্যতে সিএ পড়তে চাই।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এআর/আইএসএ/টিসি