ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ক্লোনিং পদ্ধতিতে প্রথম ভেড়া শাবক ডলি’র জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
ক্লোনিং পদ্ধতিতে প্রথম ভেড়া শাবক ডলি’র জন্ম ভেড়া শাবক ডলি

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৫ জুলাই, ২০১৭, বুধবার। ২১ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনা
১৮১১- প্রথম দক্ষিণ আমেরিকান দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৮৪১- টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
১৯২৪- ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।
১৯৪৭- ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৯৪৮- ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
১৯৭৭- পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
১৯৯৬ - বৃটেনের বিজ্ঞানী ড. উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ডলি জন্ম নেয়।

 
জন্ম
১৮৫৭- জার্মান কমিউনিস্ট নেতা ক্লারা জেটকিন।
১৮৯১- নোবেলজয়ী মার্কিন চিকিৎসক হার্বাট স্পেনসার।
১৯০২- লেখক ফ্রাঙ্ক ওয়াটার্স।
১৯৪১ - শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
১৯৮২- আলবের্তো জিলার্দিনো, ইটালীয় ফুটবলার।
 
মৃত্যু
১৮২৬- ফরাসি রসায়নবিদ ঝজেফ লুই প্রুস্ত।
১৮২৬- সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস।
১৯৬৬ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।
১৯৬৯ - আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।
১৯৬৯ - জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।
১৯৭৯ - টেনিস তারকা এলিজাবেথ রায়ান।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।