ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

অক্ষয় কুমার দত্তের জন্ম ও চেখভের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
অক্ষয় কুমার দত্তের জন্ম ও চেখভের প্রয়াণ অক্ষয় কুমার দত্তের জন্ম ও চেখভের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ জুলাই, ২০১৭, শনিবার। ০১ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা    
•    ১৮১৫ - ব্রিটিশদের সঙ্গে ওয়াটারলু যুদ্ধে পরাজিত ফরাসি রাজত্বের শাসক নেপোলিয়ন বোনাপার্ট বন্দি হন।  
•    ১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু।
•    ১৯৩৫ - কমিউনিস্ট আন্তর্জাতিকের সপ্তম কংগ্রেস শুরু।
•    ১৯৩৯ - নিউ ইয়র্কের নারী বৈমানিক কারা অ্যাডামস প্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।
•    ১৯৭৭ - বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত।

ব্যক্তি
•    ১৮২০ - বাঙালি সাংবাদিক, প্রবন্ধকার এবং লেখক অক্ষয় কুমার দত্তের জন্ম। ১৮৮৬ সালের ১৮ মে প্রয়াত হওয়া অক্ষয় কুমার বাংলা, সংস্কৃত এবং ফারসিসহ বিভিন্ন ভাষায় পণ্ডিত ছিলেন। বিখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন তার নাতি।
•    ১৯০৪ - বিখ্যাত রুশ লেখক আন্তন পাভলোভিচ চেখভের মৃত্যু। তিনি জন্মেছিলেন ১৮৬০ সালের ২৯ জানুয়ারি। তাঁকে বিশ্বসাহিত্যের অন্যতম সেরা ছোটগল্প লেখক হিসেবে বিবেচনা করা হয়। ১৮৮০ থেকে ১৯০৩ সালের মধ্যে তিনি সর্বমোট ৬০০টি সাহিত্যকর্ম রচনা ও প্রকাশ করেন। শুরুতে নাট্যকার হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান থ্রি সিস্টারস, দ্য সীগাল এবং দ্য চেরি অরচার্ড এই তিনটি নাটকের মাধ্যমে।  
•    ১৯০৫ - নোবেলজয়ী রুমানীয়-মার্কিন সাহিত্যিক এলিয়াস কানেত্তির জন্ম।
•    ১৯১৯ - নোবেলজয়ী জার্মান জৈবরসায়নবিদ এমিল ফিশারের মৃত্যু।
•    ১৯৫৪ - ১৯৭৮ সালের ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সর্বোচ্চ গোলস্কোরার মারিও কেম্পেসের জন্ম।
•    ১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিনের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।