ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

প্রাণী, তবে অদৃশ্য!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
প্রাণী, তবে অদৃশ্য! প্রাণী, তবে অদৃশ্য!

ঢাকা: প্রকৃতিতে এমন কিছু প্রাণী বিচরণ করে যারা প্রায় অদৃশ্য। যাদের দেহ এতোটাই স্বচ্ছ যে, খালি চোখে অস্তিত্ব অনুভব করা কঠিন। জেনে নেওয়া যাক প্রকৃতির এমন কিছু বিস্ময়কর প্রাণীর কথা।

গ্লাস অক্টোপাস

গ্লাস অক্টোপাস
কাচের মতো স্বচ্ছ দেহের কারণেই এদের এই নাম। গভীর সাগরের প্রাণী গ্লাস অক্টোপাস আকারে ১৮ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।

ক্রান্তীয় সাগরের ৩০০ থেকে ১০০০ মিটার গভীরে এদের পাওয়া যায়। এই গভীরতায় এমনিতেই আলো থাকে অনেক কম। সেই সঙ্গে গ্লাস অক্টোপাসের স্বচ্ছ কাচের মতো দেহ তাদের শিকারি প্রাণীদের দৃষ্টি থেকে করে সম্পূর্ণ অদৃশ্য। গ্লাস অক্টোপাসের দেহ অদৃশ্য হলেও এর চোখ ও নার্ভাস সিস্টেম দেখা যায়।

গ্লাস স্কুইড

গ্লাস স্কুইড
গ্লাস অক্টোপাসের মতোই গ্লাস স্কুইডের দেহও কাচের মতো স্বচ্ছ। এছাড়াও প্রাণীটি বিশেষভাবে আলো প্রতিসরণ করতে পারে, তাই শিকারি প্রাণী থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে থাকে গভীর সাগরের প্রাণীটি। ক্রান্তীয় সাগরের ২০০ মিটার গভীরে এদের বসবাস। সবচেয়ে বিস্ময়কর এদের আকৃতি। প্রাপ্তবয়স্ক একটি গ্লাস স্কুইড দৈর্ঘ্যে ৩০ ফুট পর্যন্ত হতে পারে।
গ্লাসউইং বাটারফ্লাই
গ্লাসউইং বাটারফ্লাই
কাচের মতো স্বচ্ছ পাখাওয়ালা এই প্রজাপতির আরেক নাম ক্রিস্টাল বাটারফ্লাই। এদের পাওয়া যায় দক্ষিণ আমেরিকার দেশগুলোতে। আকার ৫ থেকে ৬ সেন্টিমিটার পর্যন্ত হয়।

গ্লাস ফ্রগ
গ্লাস ফ্রগ
স্বচ্ছ দেহের এই ব্যাঙগুলোর দেখা মেলে দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে। এদের হাড় ও পরিপাকতন্ত্র বাইরে থেকে দেখা যায়। পিঠে সবুজ আভা থাকায় গাছের পাতায় বসলে অদৃশ্য মনে হবে। প্রাপ্তবয়স্ক গ্লাস ফ্রগ দৈর্ঘ্যে ৩ ইঞ্চি পর্যন্ত হয়।

টমোপটেরিস
টমোপটেরিস
টমোপটেরিস এক ধরনের সামুদ্রিক পোকা। সম্পূর্ণ স্বচ্ছ দেহের এই প্রাণীটি সহজেই শিকারির দৃষ্টি ফাঁকি দিতে ওস্তাদ। এই পোকাগুলো দেহ দিয়ে এক প্রকার উজ্জ্বল হলুদ রং তৈরি করতে সক্ষম। এর ফলে সূর্যের আলো এদের দেহের ভিতর দিয়ে প্রতিসরিত হয়। টমোপটেরিস দৈর্ঘ্যে ১ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এনএইচটি/এএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।