ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

নতুন প্রজাতির সাপ গ্রাস স্নেক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
নতুন প্রজাতির সাপ গ্রাস স্নেক ব্যারেড গ্রাস স্নেক

ঢাকা: নতুন প্রজাতির সাপ শনাক্ত হলো যুক্তরাজ্যে। প্রজাতিটির নাম ব্যারেড গ্রাস স্নেক। গবেষকরা জানান, এই সাপের বৈজ্ঞানিক নাম ন্যাট্রিক্স হেলভেশিয়া। আগে এ প্রজাতির সাপকে ইউরোপিয়ান গ্রাস স্নেকের একটি উপপ্রজাতি হিসেবে গণনা করা হতো। আদতে এটি একটি স্বতন্ত্র প্রজাতির সাপ।

ইউরোপ ও এশিয়ার সবচেয়ে সহজলভ্য প্রজাতির সাপ হচ্ছে গ্রাস স্নেক বা যার বৈজ্ঞানিক নাম ন্যাট্রিক্স। ব্যারেড গ্রাস স্নেককে এতোদিন এই প্রজাতির অধীনে রাখা হয়েছিল।

সম্প্রতি গবেষণার ফলে বিজ্ঞানীরা জানতে পারেন এ প্রজাতিটি অন্য গ্রাস স্নেক পরিবার থেকে আলাদা। তাই এই সাপকে একটি নতুন প্রজাতির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে এসেছেন তারা।

ইউরোপের প্রাণীবৈচিত্র্যে বিশেষ গুরুত্ব বহন করে গ্রাস স্নেক। বিষহীন এ সাপগুলোর চামড়া জলপাই রঙের, আর গলার কাছে হলুদ রঙের বৃত্ত বিদ্যমান। ওদিকে স্বতন্ত্র প্রজাতির ব্যারেড গ্রাস স্নেকের চামড়ার রং ধূসর ও কালো ডোরাকাটা। অন্য গ্রাস স্নেকের মতো এদের দেহেও বিষ নেই।

সাপগুলোর প্রাপ্তিস্থান যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের নিম্নভূমিতে। এছাড়াও সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স ও জার্মানিতেও এদের দেখা মেলে।  

১ মিটার দৈর্ঘ্যের এ সাপগুলো জলভূমির আশপাশে বিচরণ করে। এদের প্রধান খাবার ব্যাঙ ও অন্য ছোট আকৃতির সরীসৃপ।  

জার্মানির সেঙ্কেনবার্গ রিসার্চ ইনস্টিটিউডের গবেষণা অনুযায়ী বিশ্বে প্রায় ১৬শ প্রজাতির গ্রাস স্নেক রয়েছে। এরই মধ্যে অনেক প্রজাতির গ্রাস স্নেক বিলুপ্ত হয়ে গেছে আর বাকিরা রয়েছে হুমকির মুখে। তাই ইউরোপে বিশেষ আইনের মাধ্যমে নিরীহ প্রজাতির এ সাপগুলোকে সুরক্ষা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এনএইচটি/এএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।