ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ভারতবর্ষের বিভক্তিতে দুই দেশ গঠন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
ভারতবর্ষের বিভক্তিতে দুই দেশ গঠন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৪ আগস্ট, ২০১৭, সোমবার। ৩০ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
•    ১৪৩৭ - মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।
•    ১৫৫১ - তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
•    ১৫৮৫ - রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।
•    ১৭৬২ - ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
•    ১৭৯০ - সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে
•    ১৮২৫ - ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাডে অনেক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল তৈরি করতে সক্ষম হন৷
•    ১৮৮৫ - জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।
•    ১৯০০ - ২০০ মার্কিন নৌ-সেনা অবতরণ করে পিকিং (বর্তমানে বেইজিং) দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।
•    ১৯১২ - মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।
•    ১৯৩১ - ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণির দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।
•    ১৯৪১ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক চার্টার নামক একটি চুক্তিতে স্বাক্ষর করেন। যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কোনো এলাকা দখল না করাসহ বিভিন্ন বিষয়ে মিত্র শক্তিগুলোর অঙ্গীকার ছিল।
•    ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে জাপান।
•    ১৯৪৭ - ভারতবর্ষ বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়। পরের দিন (১৫ আগস্ট) ঘোষিত হয় ভারতের স্বাধীনতা। ১৪ আগস্ট রাতে ব্রিটিশ সরকার তাদের ইন্ডিয়ান উপনিবেশকে দু’টি ‘ডমিনিয়ন’ ঘোষণা করে ক্ষমতা হস্তান্তর করে। সমালোচিত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত হওয়া পাকিস্তান গড়ে ওঠে মুসলিমপ্রধান ‘পূর্ব বাংলা’ ও ওপারের মূল পাকিস্তান নিয়ে। আর ভারত গড়ে ওঠে বাংলাভাষী হওয়া সত্ত্বেও হিন্দু অধ্যুষিত ‘পশ্চিম বাংলা’সহ বেশ কিছু বাংলাভাষী এলাকা নিয়ে। যদি এই বিভক্তির প্রায় ২৪ বছর পর পাকিস্তান থেকে স্বাধীনতালাভ করে বাংলাদেশ। একসময়ের এক ভারতবর্ষ এখন তিনটি দেশ হিসেবে পরিচিত, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

জন্ম
•    ১২৫৭ - জাপানের সম্রাট হানাজোনো।
•    ১৮৬৭  - নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দি।

মৃত্যু
•    ১৪৩৩ - পর্তুগালের রাজা প্রথম জোহান।
•    ১৯৩৫ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরি।
•    ১৯৪১ - নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়ঁ।
•    ১৯৫৬ - জার্মান নাট্যকার বেরটোল্ড ব্রেখট।
•    ১৯৭২  - ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁ।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।