ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

এলভিস প্রিসলির মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
 এলভিস প্রিসলির মৃত্যু এলভিস প্রিসলি

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৬ আগস্ট, ২০১৭, বুধবার। ১ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৮২৫- বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা।
১৮৬৭- কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
১৮৯৮- এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।
১৯০৪- নিউ ইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু।
১৯৪৬- মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।  
১৯৬০- সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।
১৯৭৫- সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৭৫- সুদান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।
১৯০৪ - নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়।

জন্ম
১৩৭৮- চীনের সম্রাট হংজি।
১৮৪৫- নোবেলজয়ী পদার্থবিদ গাব্রিয়েল লিপমান।
১৮৯৫- অস্ট্রিয়ান অভিনেত্রী লিয়ান হেইড।
১৯৩০- ইংরেজ কবি ট্রেড হিউজ।  
১৯০৪- নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ ওয়েনডেল মেরিডিথ স্ট্যানল।

মৃত্যু
১৮৮৬- রামকৃষ্ণ পরম সংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)।
১৯৪৮- বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯৭৭- জনপ্রিয় মার্কিন রক সংগীত শিল্পী এলভিস প্রিসলি। তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়কদের মধ্যে একজন। তাকে বলা হয় ‘কিং অব রক অ্যান্ড রোল’ অথবা ‘দ্য কিং’। এলভিস প্রিসলির জন্ম ৮ জানুয়ারি, ১৯৩৫ সালে। ১৯৫৪ সালে ‘সান রেকর্ডিংস’ নামের একটি সংগীত বিষয়ক প্রতিষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। তিনি সংগীতশ্রোতাদের কাছে আফ্রো-আমেরিকান মিউজিকের একটি জনপ্রিয় রূপ ফুটিয়ে তুলতে সফল হন। তিনি রক অ্যান্ড রোল সংগীতের পুরোধা ব্যক্তিত্ব। তার গাওয়া প্রথম একক গান ‘হার্টব্রেক হোটেল’ ১৯৫৬ সালের জানুয়ারিতে মুক্তি পায়। সমালোচকদের মতে এই গানটির মধ্যেই প্রথম রক অ্যান্ড রোলের সফল ব্যবহার দেখতে পাওয়া যায়। প্রিসলির অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ‘লাভ মি টেন্ডার’। ছবিটি ১৯৫৬ সালের নভেম্বরে মুক্তি পায়। তার ব্যান্ডদলের নাম ছিল ‘দ্য ব্লু মুন বয়েজ’। তিনি ১৯৭৭ সালের ১৬ আগস্ট হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
১৯৯৭- নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানের কাওয়ালি সংগীত শিল্পী।
২০০৩- ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এনএইচটি/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।