ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

নেচে বিশ্বরেকর্ড গড়লো রোবট 

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
নেচে বিশ্বরেকর্ড গড়লো রোবট  নেচে বিশ্বরেকর্ড গড়লো রোবট 

ঢাকা: সম্প্রতি চীনে একহাজারেরও বেশি রোবট একসঙ্গে নেচে তৈরি করেছে বিশ্ব রেকর্ড। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে ‘একসঙ্গে সবচেয়ে বেশি রোবটের নৃত্য’ ক্যাটাগরিতে এ বিশ্বরেকর্ড স্থাপন করতে অংশ নেয় ১০৬৯টি রোবট।

অংশ নেওয়া সব রোবটের নাম ডোবি। এরা ডব্লিউএল ইন্টেলিজেন্ট টেকনোলোজি নামের একটি প্রতিষ্ঠানের তৈরি।

চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে নিজেদের নতুন রোবটিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ভিন্নধর্মী নৃত্য পরিবেশনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।  

রোবট নৃত্যের একটি ভিডিও গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়। দেড় ফুট আকৃতির এ রোবটগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিখুঁত ছন্দে নাচতে দেখা যায় ভিডিওতে। তবে নৃত্য পরিবেশনের মাঝপথে কয়েকটি রোবট ডিগবাজি খেয়ে পড়ে যায় মাটিতে। নাচ শেষ হলে প্রতিষ্ঠানটির হাতে বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট তুলে দেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

ইউটিউবে রোবট নাচের ভিডিও প্রকাশ করা হলে এক সপ্তাহের মধ্যেই তা সাড়ে তিন লাখ ভিউ অর্জন করে। একজন ইউটিউব ব্যবহারকারী এতে মন্তব্য করেন, ‘এই রোবটগুলো দেখছি আমার চেয়েও ভালো নাচতে জানে। এভাবে নাচের মাধ্যমে শুরু। ভবিষ্যতে রোবটরা হয়তো মানুষের উপর কতৃত্ব ফলাবে’।

ডোবি নামের রোবটগুলোকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে, তারা সবাই একসঙ্গে একই কাজ করতে পারে। নৃত্য পরিবেশ করা ছাড়াও এই রোবট ফুটবল খেলতেও সক্ষম।  

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।