ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

রোবটের আত্মহত্যা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
রোবটের আত্মহত্যা! রোবটের আত্মহত্যা!

ফোয়ারার পানিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে একটি রোবট। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রোবটের এমন বেহালদশা দেখে চারপাশে ভিড় জমান উৎসুক মানুষ। রোবটটি কি শেষ পর্যন্ত একঘেয়েমির জীবন থেকে পরিত্রাণ পেতে আত্মহত্যার পথ বেছে নিলো?- এমন গুঞ্জনই ছড়িয়ে পড়ে জনতার ভিড়ে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি অফিস ভবনের সামনে। সেখানকার নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলো চার ফুট উচ্চতার রোবট নাইটস্কোপ কে-ফাইভ।

 

সম্প্রতি রোবটটি প্রতিদিনের মতো ভবনের প্রাঙ্গনে টহল দিতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে সেটি ফোয়ারার সিড়িতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় পানিতে।  

রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান নাইটস্কোপ জানায়, এটি একটি দুর্ঘটনা। খুব শিগগিরই বিনামূল্যে নতুন একটি রোবট দিয়ে সেটিকে বদলে দেওয়া হবে।

এরপর ঘটনাটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। উচ্চ প্রযুক্তির রোবটের এমন বেহালদশা দেখে হাস্যরসে মেতে ওঠেন রসিক মানুষেরা।  

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারে এক ব্যক্তি টুইট করেন, ‘বিজ্ঞানের এই যুগে আমরা উড়ন্ত গাড়ি পাবো বলে ভেবেছিলাম। তার বদলে পেয়েছি আত্মহত্যা করা রোবট’।

টুইটারে আরেকজন লেখেন, ‘ঘটনাটি খুবই হাস্যকর। কারণ, নিরাপত্তায় নিয়োজিত রোবট নিজেরই নিরাপত্তা দিতে ব্যর্থ’।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
এসএনএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।