ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

সিডনি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, অক্টোবর ২, ২০১১
সিডনি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায়

ঢাকা: রাজধানীর ঢাকায় শুরু হল আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের (এসআইএস) কার্যক্রম।

অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের কারিকুলাম ও শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে বারিধারায় প্রতিষ্ঠিত এই স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহেই।

ক্লাস শুরু হচ্ছে আগামী জানুয়ারিতে।

রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাইনুল মৃধা এই স্কুলটি চালুর ঘোষণা দেন।

তিনি জানান, অষ্ট্রেলিয়ার অভিজ্ঞ শিক্ষকরাই প্রতিটি ক্লাস পরিচালনা করবেন। আর এই প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেব থাকছেন চিত্র নায়িকা শাবনূর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রবার্ট জন থম্পসন, সিডনি ঢাকা জয়েন্ট ভেনচার প্রাইভেট লিমিটেডর চেয়ারম্যান প্রদীপ দাখাল।

মাইনুল মৃধা সাংবাদিকদের বলেন, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ঢাকায় বসে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতেই সিডনি ঢাকা জয়েন্ট ভেনচার প্রাইভেট লিমিটিড এই স্কুল চালু  করেছে। সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে কিন্টারগার্ডেন, জুনিয়র স্কুল শাখা, সিনিয়র স্কুল শাখা থাকবে।

প্রতিটি শাখার দায়িত্বে থাকবেন অষ্ট্রেলিয়ান অভিজ্ঞ শিক্ষক। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিক শিক্ষাবিদ রবার্ট জন থম্পসন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে লেভেল ১২ পর্যন্ত পড়ানো হবে, তবে আপাতত ২০১২ সালের জানুয়ারিতে চালু হচ্ছে গ্রেড ৬ পর্যন্ত। যেখানে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা হবে মাত্র ১৫ জন করে।

ব্যবস্থাপনা পরিচালক জানান, শিক্ষার্থীদের পাঠদানের জন্য ক্লাসে থাকবে স্মার্ট বোর্ড। আধুনিকতম ইলেকট্রনিক বোর্ড ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান করা হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ লেভেল ১১ শেষ করে শিক্ষার্থীরা নিউসাউথ ওয়েলসর ডিপ্লোমা নিতে পারবে। এখানে শিক্ষা সমাপ্তকারী সকল শিক্ষার্থী অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সার্টিফিকেট পাবে।

এক প্রশ্নের জবাবে ব্যাবস্থাপনা পরিচালক জানান, বাংলাদেশে পরিচালনার জন্য সরকারের অনুমোদন নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।