ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

‘এ তিউনিসিয়ান গার্ল’ ব্লগার নোবেলে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, অক্টোবর ৫, ২০১১
‘এ তিউনিসিয়ান গার্ল’ ব্লগার নোবেলে

ঢাকা: ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তিউনিসিয়ার ব্লগার লিনা বেন মেহেন্নি মনোনীত হয়েছেন। তিউনিসিয়ার জেসমিন বিপ্লবে ‘এ তিউনিসিয়ান গার্ল’ নামে তার ব্লগটি সক্রিয় ভূমিকা রাখায় নোবেল কমিটি এ মনোনয়ন দিয়েছে।



গত বছর ৯ জানুয়ারি তিউনিসিয়ার রেগেব ও সিদি বুজিদ অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর নিপীড়নের ছবি তার ব্লগে প্রকাশ করা হয়। লিনা বেন মেহেন্নি সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর তীব্র সমালোচনা করেন তার ব্লগে। আরবি, ফরাসি ও ইংরেজি ভাষায় তিনি তার ব্লগ পোস্ট করতে থাকেন। সেসময় ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জয়নাল আবদিন বেন আলী। পরে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে তিনি সৌদি আরবে পালিয়ে যান।

নোবেল শান্তি পুরস্কারের তালিকায় আরও রয়েছেন, অনলাইন অ্যাকটিভিস্ট মিশরের ওয়ায়েল গানিম ও ইসরা আবদেল ফাত্তাহ।

মঙ্গলবার এ খবর শোনার পর তিনি গণমাধ্যমকে বলেন, মনোনয়নের খবরে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। এসময় তিনি বলেন, মনোনীত হওয়া কেবল সম্মানের নয়, বিশ্বব্যাপী বাকস্বাধীনতা রক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে তার দায়িত্ব আরও বেড়ে গেল। একই সঙ্গে তিনি সব নিপীড়িত মানুষের কণ্ঠ উর্ধ্বে তুলে ধরার অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘তিউনিসিয়ায় বিক্ষোভ চলার সময় আমাকে হন্যে হয়ে খুঁজছিল সরকার। তবে আমি বাস্তব পরিস্থিতি টুইটার, ফেসবুকের মাধ্যমে গোটা বিশ্বকে দেখানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। ’

২৭ বছর বয়সী লিনা বেন মেহেন্নি ইংরেজি ভাষার অধ্যাপক। গত বছর এপ্রিলে তিনি বেস্ট ইন্টারন্যাশনাল ব্লগারের পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।