ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

দেশের প্রথম মোবাইল সিএনজি স্টেশন!

ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, অক্টোবর ৫, ২০১১
দেশের প্রথম মোবাইল সিএনজি স্টেশন!

পর্যটননগরী কক্সবাজারে আগামী দুই মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন। চালু হলে এটিই হবে দেশের প্রথম ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন।

‘হাজি সারওয়ার মোবাইল সিএনজি ফিলিং স্টেশন’ নামের প্রতিষ্ঠানটি কক্সবাজার শহরের বাস টার্মিনালের পাশে ঝিলংজায় এটি স্থাপন করেছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাজী সারওয়ার বলেন, সিএনজি স্টেশনটি স্থাপিত হবে বিশাল ট্রেইলারের ওপর। সেখানে গ্যাসে চাপ সৃষ্টিকারী মেশিন থাকবে। ওখান থেকে সরাসরি গাড়িতে সিএনজি সরবরাহ করা হবে। আগামী দু মাসের মধ্যেই এই গ্যাস গাড়িতে সরবরাহ করা সম্ভব হবে।

তিনি আরো জানান, গত বছর ২০ সেপ্টেম্বর কক্সবাজার ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন করার জন্য সরকারের কাছে আবেদন করেন। ২৯ ডিসেম্বর লাইসেন্স পান।

চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রতি মাসে ২ কোটি ৪৪ লাখ ৯৪৪ ঘনমিটার গ্যাস বরাদ্দ পায়। তাদের সাথে এই প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন কমপক্ষে ২৫ ভাগ গ্যাস কক্সবাজারে নিয়ে আসা হবে। পরে বাজার বুঝে তার পরিমাণ বাড়ানো হবে।

প্রতিষ্ঠানটির  ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমদ বাংলানিউজকে বলেন, পর্যটননগরী কক্সবাজারের যোগাযোগের ক্ষেত্রে এ ফিলিং স্টেশন বিশাল প্রভাব ফেলতে পারবে। কেননা প্রতিদিন কক্সবাজারে হাজার হাজার পর্যটক নিজেদের গাড়ি নিয়ে আসেন। তারা অনেক সময় গ্যাসের অভাবে বিড়ম্বনায় পড়েন। তাছাড়া অন্যান্য যানবাহন তো আছেই। সবার ক্ষেত্রেই এটা ইতিবাচক ভূমিকা রাখবে।


বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।