ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

স্বপ্ন শুধুই কম্পিউটার প্রোগ্রামিং

একেএম ফয়জুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, অক্টোবর ৮, ২০১১
স্বপ্ন শুধুই কম্পিউটার প্রোগ্রামিং

শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং-এর প্রতি আগ্রহ তৈরি করার স্বপ্ন নিয়ে ২০০৫ সালে স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ‘এসইউবি কম্পিউটিং ক্লাব’।

সম্প্রতি এসইউবি কম্পিউটিং ক্লাব আয়োজন করে দুই দিনব্যাপী আইটি ফেস্টিভ্যাল।

যেখানে কম্পিউটিং ক্লাবের সদস্যরা ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়াও ছিল গেমিং কনটেস্ট সহ অন্যান্য আয়োজন।

কম্পিউটিং ক্লাব গঠনের পর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত সবগুলো ‘ন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি)’ ও ‘ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)’-এ অংশগ্রহণ করেছে। এছাড়াও তারা বিভিন্ন সময় অন্যান্য বিশ্ববিদ্যালয় ও ক্লাব আয়োজিত প্রোগ্রামিং কনটেস্টেও সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে।

আইটি ফেস্টিভ্যাল ছাড়াও নিয়মিতভাবে ক্লাবের সদস্যরা আয়োজন করে থাকে বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট ও উন্মুক্ত কম্পিউটার ক্লাস।

ক্লাবটির প্রেসিডেন্ট ও এসইউবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩তম ব্যাচের ছাত্র শফিকুল আলম কাদের কম্পিউটিং ক্লাব সম্পর্কে বলেন, ‘আমাদের এই ক্লাব শুরু থেকেই অনেক সমৃদ্ধ। আমরা সব সময়ই আমাদের ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে যাই। আমরা চাই সবার মধ্যে যে প্রোগ্রামিং ভীতি রয়েছে তা দূর করে প্রোগ্রামিংকে আরো উপভোগ্য করে তুলতে। সেই সাথে কোডিংকে যারা ক্যারিয়ার হিসেবে নিতে চায়; তাদের সাহায্য করতে। ’

এই ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট আমজাদ হোসেন রাহাতও নিজেদের লক্ষ্য বাস্তবায়নের ব্যাপারে তাদের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন। এই ক্লাবেরই নতুন সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৭তম ব্যাচের ছাত্র পার্থ রাজ দেব তার মন্তব্যে বলেন, ‘আমি এই ক্লাবের সদস্য হবার পর থেকেই ক্লাসের বাইরেও অনেক নতুন কিছু শিখছি; যা আমার সেইসব বন্ধুদের থেকে আমাকে এগিয়ে রাখছে, যারা এই ক্লাবের সদস্য নয়। আমাদের ট্রেইনার ও বড় ভাইদের সহযোগিতায় সদ্য সদস্যপদ প্রাপ্তরা ক্রমেই একজন দক্ষ প্রোগ্রামার হওয়ার স্বপ্ন দেখছি। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।