ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জাবিতে এথিকস ক্লাব

ওয়ালিউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, অক্টোবর ২৩, ২০১১
জাবিতে এথিকস ক্লাব

নীতি, নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছে এথিকস ক্লাব বাংলাদেশ।

স্কলার্স বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষে আয়োজন করেছিল ‘প্রথম অনাবাসী বাংলাদেশি সম্মেলন ২০০৭’ এবং ‘প্রথম অনাবাসী বাংলাদেশি মানব সম্পদ উন্নয়ন ও সম্ভাবনা সম্মেলন ২০০৯’।

এই সম্মেলনের সাফল্যে অনুপ্রানিত হয়ে স্কলার্স বাংলাদেশ দেশের উন্নয়নে ভুমিকা রাখার দায়বদ্ধতা থেকে কিছু উদ্যোগ গ্রহণ করে। তারই অংশ হিসেবে এথিকস ক্লাব বাংলাদেশ প্রতিষ্ঠা করা হলো।

এথিকস ক্লাব বাংলাদেশর মূল লক্ষ্য হল মানুষের মনে নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং তাদের মনে দেশপ্রেমকে জাগিয়ে করা। বর্তমানে বাংলাদেশের ৪২টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এথিকস ক্লাব বাংলাদেশ এর শাখা চালু রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ বছর উদযাপন উপলক্ষে এথিকস ক্লাব বাংলাদেশ আয়োজন করে ছিল এথিকস, মরালিটি অ্যান্ড ইয়ূথ লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কসপ। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে এই ওয়ার্কশপের মধ্য দিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এথিকস ক্লাব বাংলাদেশের যাত্রা শুরু হয়।

ওয়ার্কশপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। এ সময় তিনি বলেন, ‘নীতি ও আদর্শহীন মানুষ জাতির জন্য ক্ষতিকর। প্রতিটি মানুষের মধ্যে নীতি ও আদর্শের  উন্নয়ন ঘটাতে হবে। ’ তিনি আরো বলেন, ‘যুবসমাজের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করার জন্য সবাইকে অধিকতর মনোযোগী হতে হবে। ’  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হায়াত মামুদ বলেন, ‘লেখাপড়া শুধু চাকরি পাওয়ার জন্য নয়। লেখাপড়া করতে হবে ভাল মানুষ হওয়ার জন্য। ভাল মানুষরাই পৃথিবী নিয়ন্ত্রণ করবে। ’  

এথিকস ক্লাব বাংলাদেশ-এর সিইও দিলারা এ খানের সভাপতিত্বে নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ মামুন রশিদ, বেষ্ট এয়ার এর হিউম্যান রিসোর্সের পরিচালক কাজী রাকিব উদ্দিন আহমেদ, রাপোর্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, স্কলার্স বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এম ই চৌধুরী প্রমুখ ওয়ার্কসপে বক্তব্য রাখেন।

প্রত্যেক বক্তা আশা প্রকাশ করেন নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক তৈরিতে জাবি এথিকস ক্লাব কার্যকরী ভুমিকা পালন করবে। ওয়ার্কশপে ক্যারিয়ার প্ল্যানিং, এথিকস অ্যান্ড মোরালিটি, সিভি রাইটিং, উইনিং ইন্টারভিউ, ইয়ূথ লিডারশিপ ডেভলপমেন্ট বিষয়ের উপর কর্মশালা করানো হয়।


সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে:

প্রতিবছর ১ জানুয়ারিতে নৈতিকতা দিবস উদযাপন করা, প্রতিবছর জানুয়ারিতে আদর্শ শিক্ষক ও সেরা ছাত্র সম্মাননা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পর্কিত প্রবন্ধ এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা, ফেব্রুয়ারি ও মার্চে মাসে দেশ ও মানবপ্রেমমূলক চলচ্চিত্র, আবৃত্তি, অংকন প্রতিযোগিতা, হাতেখড়ি, গান, নাটক, চিত্রকলা, আলোকচিত্র ইত্যাদি অনুষ্ঠানের প্রকাশনা ও প্রদর্শনী আয়োজন করা, ফেব্রুয়ারি মার্চ ও ডিসেম্বরে গ্রন্থাগার স্থাপন করা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ জাতীয় দিবস সমূহে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি পালন করা, শিক্ষার্থীদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সেবা সপ্তাহ উদযাপন ও প্রতিটি প্রতিষ্ঠানে দেশ বরেণ্য মানুষদের উপস্থিত করে তাদের জীবন চিত্র উপস্থাপন করা, প্রতিবছর এপ্রিল-জুনে স্বাস্থ্য সচেনতা বিষয়ক কর্মশালা আয়োজন করা, নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও ইভটিজিং নামে পরিচিত অন্যায়ের বিরুদ্ধে গনসচেনতা সৃষ্টির জন্য প্রতিবছর জুন মাসে সভা সমাবেশ, শোভাযাত্রা ও বিভিন্ন প্রচারনা মূলক অনুষ্ঠানের আয়োজন করা, আজকের তরুণদের মধ্য থেকে সৎ ও যোগ্য জাতীয় নেতৃত্ব¡ সৃষ্টির লক্ষ্যে লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ আয়োজন করা. ভেজাল বিরোধী জনমত গঠনের লক্ষ্যে অক্টোবরে ভেজাল বিরোধী দিবস পালন করা, প্রতিবছর ডিসেম্বরে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহার নিশ্চিত করার জন্য নিজেদের সচেতন করা, সংশ্লিষ্ট বিভাগকে সহযোগিতা দেওয়া এবং পথচারীদের সচেতন করার জন্য কর্মসূচী গ্রহণ করা, জাতীয় দুর্যোগে দেশবাসীর পাশে দাঁড়ানো এবং ত্রাণ কার্যক্রম আয়োজন করা, এথিকস ক্লাবের প্রত্যেক সদস্যকে নিকটস্থ কমপক্ষে একজন নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর করে তোলা, এথিকস ক্লাবের সদস্যবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সংরক্ষনের জন্য সচেতনতা তৈরিতে ভুমিকা রাখা।


বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।