তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২১ এপ্রিল ২০১৮, শনিবার। ৮ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ৮২৯ - সেক্সশান এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
জন্ম
• ১৮২৮ - হিপোলালিটি টেইনি, ফরাসি শিল্পী, সাহিত্যিক ও ঐতিহাসিক।
• ১৯৪৫ – শ্রীনিবাস রাঘবন ভেঙ্কটরাঘবন, ভারতীয় ক্রিকেটার ও আম্পায়ার।
মৃত্যু
• ১৯১০ - স্যামুয়েল ক্লিমেন্স, মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। তিনি অবশ্য ‘মার্ক টোয়েন’ নামে বেশি পরিচিত।
• ১৯৬৫ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
• ২০১৩ - শকুন্তলা দেবী, ভারতীয় লেখিকা। অসাধারণ গণন ক্ষমতার জন্য তাকে ‘মানব ক্যালকুলেটর’ নামে ডাকা হয়।
• ২০১৫ - পূর্ণদাস বাউল, ভারতীয় বাঙালি বাউলশিল্পী।
• ২০১৭ - লাকী আখান্দ, কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও সুরকার। তিনি ১৯৫৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন। লাকি হ্যাপি টাচ ব্যান্ডের সদস্য ছিলেন। তার সংগীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘এই নীল মনিহার’, ‘আগে যদি জানতাম’, ‘আবার এলো যে সন্ধ্যা’ এবং ‘আমায় ডেকো না...’। তাকে আধুনিক বাংলা গানের সূচনাকারীদের অন্যতম একজন মনে করা হয়। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভোগার পর ২০১৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এনএইচটি/এইচএ/