ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নাট্যকার তুলসী লাহিড়ীর প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুন ২১, ২০১৮
নাট্যকার তুলসী লাহিড়ীর প্রয়াণ নাট্যকার তুলসী লাহিড়ী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২২ জুন ২০১৮, শুক্রবার। ৮ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৩৭৭ - দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৫৫৫ - হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।
১৫৫৫ - সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা।
১৮১৪ - লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯১১ - পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯১৫ - নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।
১৯৪০ - সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
১৯৭২ - আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।

জন্ম
১৭৬৭ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৩৭ - পল মর্ফি, দাবাড়ু।
১৮৫৬ - হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক।
১৮৮৯ - কালিদাস রায়, বাঙালি কবি।
১৮৯৮ - এরিক মারিয়া রেমার্ক, প্রখ্যাত জার্মান যুদ্ধবিরোধী লেখক।
১৯৩২ - অমরেশ পুরী, ভারতের অভিনেতা ।

মৃত্যু
১৯৫৯ - তুলসী লাহিড়ী, বাংলাদেশি নাট্যকার। বর্তমান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ১৮৯৭ সালের ৭ এপ্রিল জন্ম। নাটক রচনা ও অভিনয় দিয়ে নাট্য আন্দোলনের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন। পুঁজিবাদী সমাজব্যবস্থার অসারতা প্রমাণের উদ্দেশ্যে নাটক রচনায় আত্মনিয়োগ। ‘দুঃখীর ইমাম’ (১৯৪৭) ও ‘ছেঁড়াতার’ (১৯৫০) নাটক দু’টি রচনার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেন। নাট্যরচনা, মঞ্চাভিনয় এবং পাশাপাশি চিত্রপরিচালক ও অভিনেতারূপে তার অভিজ্ঞতা ব্যাপক। জীবনে বহু গান লিখেছেন। ১৯৫৯ সালের ২২ জুন কলকাতায় মৃত্যু।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।